শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গাড়ি বিক্রি বেড়েছে ১৪.১৬ শতাংশ

রাশিদ রিয়াজ : শুক্রবার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানায় গত বছর আগস্ট মাসে ভারতে মোট গাড়ি বিক্রি হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১২৯টি। সেই তুলনায় এই বছর আগস্ট মাসে গাড়ি বিক্রি বেশি হয়েছে। এই বছর আগস্টে মোট ২ লাখ ১২ হাজার ৯১৬টি গাড়ি বিক্রি হয়েছে। যদিও জুলাই মাসে ১ লাখ ৮২ হাজার ৭৭৯টি গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ জুলাই মাসে গাড়ি বিক্রি কমেছিল ৩.৮৬ শতাংশ। ইকোনমি টাইমস

এই গাড়ি বিক্রি বাড়ার কারণ কোভিড ও লকডাউনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোভিড সংক্রমণ নিয়ে আতঙ্ক ও লকডাউনের ফলে গণ পরিবহণে সমস্যা, এই দুই কারণের ফলে গাড়ি বিক্রি বাড়ছে। কারণ, কোভিড-১৯ মানুষকে সামাজিক দূরত্ব রক্ষা নিয়ে সচেতন করছে। এর ফলে অনেকেই আর ভিড় বাসে, ট্রেনে উঠতে চাইবেন না। নিজের গাড়িতে সুরক্ষিত যাত্রা করতে চাইবেন। সেই কারণেই লকডাউন ওঠার সঙ্গে সঙ্গেই ভারতে বাড়তে শুরু করেছে গাড়ি বিক্রি।

এর আগে এপ্রিল মাসে একই ইঙ্গিত দেয় মারুতি সুজুকি। তারা জানিয়েছিল কোভিডে ভারতের গাড়ি শিল্পের জন্য সুদিন নিয়ে আসতে পারে। মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গভ সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শেষ হলে ভারতে গাড়ি বিক্রি অনেকটা বাড়তে পারে। লকডাউনের পরেও সংক্রমণ থেকে দূরে থাকতে মানুষ সামাজিক দূরত্ব চালিয়ে যাবে। আর তার জন্যই বাড়বে গাড়ি বিক্রি। তার কথায়, ভারত আর আগের মতো থাকবে না, মানুষের মানসিকতা অনেকটা বদলে যাবে।

তবে ভারতজুড়ে লকডাউনের কারণে ভারতে গাড়ি উৎপাদন বন্ধ রয়েছে। তার ফলে বিভিন্ন ডিলারের শো-রুমে বহু কর্মী কাজ হারাচ্ছেন। সংখ্যাটা কয়েক লাখ। তাই এই মুহূর্তে উৎপাদন কতটা বাড়বে তা নির্ভর করবে গাড়ির চাহিদার উপর। চাহিদা বাড়তে থাকায় সেটা গাড়ি শিল্পের জন্য ভাল ইঙ্গিত বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়