শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গাড়ি বিক্রি বেড়েছে ১৪.১৬ শতাংশ

রাশিদ রিয়াজ : শুক্রবার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানায় গত বছর আগস্ট মাসে ভারতে মোট গাড়ি বিক্রি হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১২৯টি। সেই তুলনায় এই বছর আগস্ট মাসে গাড়ি বিক্রি বেশি হয়েছে। এই বছর আগস্টে মোট ২ লাখ ১২ হাজার ৯১৬টি গাড়ি বিক্রি হয়েছে। যদিও জুলাই মাসে ১ লাখ ৮২ হাজার ৭৭৯টি গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ জুলাই মাসে গাড়ি বিক্রি কমেছিল ৩.৮৬ শতাংশ। ইকোনমি টাইমস

এই গাড়ি বিক্রি বাড়ার কারণ কোভিড ও লকডাউনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোভিড সংক্রমণ নিয়ে আতঙ্ক ও লকডাউনের ফলে গণ পরিবহণে সমস্যা, এই দুই কারণের ফলে গাড়ি বিক্রি বাড়ছে। কারণ, কোভিড-১৯ মানুষকে সামাজিক দূরত্ব রক্ষা নিয়ে সচেতন করছে। এর ফলে অনেকেই আর ভিড় বাসে, ট্রেনে উঠতে চাইবেন না। নিজের গাড়িতে সুরক্ষিত যাত্রা করতে চাইবেন। সেই কারণেই লকডাউন ওঠার সঙ্গে সঙ্গেই ভারতে বাড়তে শুরু করেছে গাড়ি বিক্রি।

এর আগে এপ্রিল মাসে একই ইঙ্গিত দেয় মারুতি সুজুকি। তারা জানিয়েছিল কোভিডে ভারতের গাড়ি শিল্পের জন্য সুদিন নিয়ে আসতে পারে। মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গভ সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শেষ হলে ভারতে গাড়ি বিক্রি অনেকটা বাড়তে পারে। লকডাউনের পরেও সংক্রমণ থেকে দূরে থাকতে মানুষ সামাজিক দূরত্ব চালিয়ে যাবে। আর তার জন্যই বাড়বে গাড়ি বিক্রি। তার কথায়, ভারত আর আগের মতো থাকবে না, মানুষের মানসিকতা অনেকটা বদলে যাবে।

তবে ভারতজুড়ে লকডাউনের কারণে ভারতে গাড়ি উৎপাদন বন্ধ রয়েছে। তার ফলে বিভিন্ন ডিলারের শো-রুমে বহু কর্মী কাজ হারাচ্ছেন। সংখ্যাটা কয়েক লাখ। তাই এই মুহূর্তে উৎপাদন কতটা বাড়বে তা নির্ভর করবে গাড়ির চাহিদার উপর। চাহিদা বাড়তে থাকায় সেটা গাড়ি শিল্পের জন্য ভাল ইঙ্গিত বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়