শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রখ্যাত সুরকার এ আর রহমানকে নোটিশ পাঠিয়েছেন মাদ্রাজ উচ্চ আদালত

জেরিন আহমেদ: [২] আয়কর বিভাগের এক মামলার ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে। বিচারপতি টিএস সিবাঙ্গনাম ও বিচারপতি ভবানি সুব্রায়নের একটি বেঞ্চ নোটিশটি পাঠিয়েছেন। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

[৩] অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী এই সংগীত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর ফাঁকি দিয়েছেন। পারিশ্রমিকের অর্থ নিজে না নিয়ে তার দাতব্য সংস্থার অ্যাকাউন্টে নিয়েছেন। আয়কর বিভাগ ২০১১-১২ অর্থ বছরে প্রদান করা এ আর রহমানের আয় করের হিসাবে এই গড়মিল খুঁজে পেয়েছে। জি নিউজ

[৪] আয়কর বিভাগের অভিযোগ, এ আর রহমান ফাউন্ডেশনে যে ৩.৪৭ কোটি রুপি ট্রান্সফার হয়েছে এটি মূলত এই শিল্পীর পারিশ্রমিক। লিবরা মোবাইলস নামের যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের জন্য রিংটন তৈরি করে এই পারিশ্রমিক পেয়েছেন তিনি। এটি ২০১১ সালের ঘটনা। ওই প্রতিষ্ঠানের হয়ে রিংটন তৈরির জন্য তিন বছরের চুক্তি করেছিলেন তিনি।

[৫] আয়কর বিভাগের আইনজীবী জানিয়েছেন, এই অর্থ এ আর রহমানের অ্যাকাউন্টে আসা উচিত ছিল কারণ এটি করের আওতায় রয়েছে। কর কেটে নেওয়ার পর এটি দাতব্য সংস্থায় পাঠানো যেত।

[৬] এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতের কমিশন অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ও সেন্ট্রাল এক্সইজের (সিই) একটি আদেশের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেন মাদ্রাজ উচ্চ আদালত। এতে এ আর রহমানের কাছে বকেয়া ৬.৭৯ কোটি রুপি ও জরিমানাস্বরূপ আরো ৬.৭৯ কোটি রুপি দাবি করা হয়। জিএসটি কর্মকর্তাদের মতে, এ আর রহমানের সিনেমার গানে সুর ও সংগীতের কাজ করে আয় করেন। তাই এগুলো করের আওতায় পড়বে। কিন্তু এই সংগীতশিল্পী কোনো কর প্রদান করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়