সিরাজুল ইসলাম: [২] প্রতিরক্ষা সরবরাহ ও পরিষেবা বাড়াতে বুধবার দেশ দুইটির মধ্যে এ চুক্তি হয়। ভারতের প্রতিরক্ষাসচিব অজয় কুমার এবং জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং’ শীর্ষক চুক্তিতে সই করেন। এটি ১০ বছর বহাল থাকবে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানায়। গেøাবাল ভিলেজ
[৩] চুক্তির পরদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে। চুক্তিকে স্বাগত জানিয়ে তারা বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা অনেক বাড়বে।
[৪] জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ৩০ মিনিটের ফোনালাপে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন। জাপানে প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও দ্বিপক্ষীয় সম্পর্ক হেরফের হবে না।
[৫] চুক্তির ফলে যৌথ মহড়া, প্রশিক্ষণ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, ত্রাণকাজ, বিপর্যয় মোকাবেলা অথবা তৃতীয় দেশ থেকে নাগরিকদের উদ্ধার করাসহ বিভিন্ন প্রয়োজনে দুই দেশের বাহিনী একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে ভারতের এ ধরনের চুক্তি রয়েছে। খাদ্য, পানীয়, পরিবহন, পোশাক, চিকিৎসা ছাড়াও পরিষেবায় থাকছে যন্ত্রাংশ মেরামতি ও রক্ষণাবেক্ষণ।