শিরোনাম
◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসটিআইর লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় দুই অনলাইন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

মো. আখতারুজ্জামান: সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে বাধ্যতামূলক খাদ্য ও কসমেটিক পণ্য বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডি ডট কম। কনজ্যুমার সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন। বিএসটিআই’র গুণগত মান যাচাই ও মান চিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

বিএসটিআইর গুণগত মান যাচাই ও মানচিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে কসমেটিক পণ্য- ডেক্স ম্যাজিক ব্রান্ডের শ্যাম্পু সরবরাহের দায়ে বিএসটিআই আইন অনুযায়ী রাজধানীর মিরপুরের নিউ শপ বিডি ডট কমের মালিক মো. রেজওয়ান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ১০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

একই দিনে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার আরেকটি অনলাইন সপিং সেন্টার কনজ্যুমার সুপার শপের ম্যানেজার মো. খালেদ জামান মাসসিকে ১ লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

সুপার শপটি বিএসটিআইর গুণগত মান যাচাই ও মান চিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারনার মাধ্যমে বিভিন্ন গুড়া দুধ, চকলেট, শ্যাম্পু, লিপিস্টিক আফটার সেভ লোশন বিক্রি করছিলো। পরে মালামালগুলো জব্দ করা হয়।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কসমেটিকস পণ্য বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য অবৈধভাবে বিক্রি ও সরবরাহেকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়