শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসটিআইর লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় দুই অনলাইন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

মো. আখতারুজ্জামান: সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে বাধ্যতামূলক খাদ্য ও কসমেটিক পণ্য বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডি ডট কম। কনজ্যুমার সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন। বিএসটিআই’র গুণগত মান যাচাই ও মান চিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

বিএসটিআইর গুণগত মান যাচাই ও মানচিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে কসমেটিক পণ্য- ডেক্স ম্যাজিক ব্রান্ডের শ্যাম্পু সরবরাহের দায়ে বিএসটিআই আইন অনুযায়ী রাজধানীর মিরপুরের নিউ শপ বিডি ডট কমের মালিক মো. রেজওয়ান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ১০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

একই দিনে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার আরেকটি অনলাইন সপিং সেন্টার কনজ্যুমার সুপার শপের ম্যানেজার মো. খালেদ জামান মাসসিকে ১ লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

সুপার শপটি বিএসটিআইর গুণগত মান যাচাই ও মান চিহ্ন ব্যতিত বিভিন্ন ভোক্তার সাথে প্রতারনার মাধ্যমে বিভিন্ন গুড়া দুধ, চকলেট, শ্যাম্পু, লিপিস্টিক আফটার সেভ লোশন বিক্রি করছিলো। পরে মালামালগুলো জব্দ করা হয়।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কসমেটিকস পণ্য বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য অবৈধভাবে বিক্রি ও সরবরাহেকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়