শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড মোকাবেলায় এক’শ বিলিয়ন পাউন্ডের ‘অপারেশন মুনশট’ পরিকল্পনা নিচ্ছেন বরিস

রাশিদ রিয়াজ : এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ নাগরিকদের কোভিড টেস্ট সম্পন্ন করতে দিনে দশ মিলিয়ন পরীক্ষার সুবিশাল এক পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এধরনের পরিকল্পনাকে ব্রিটিশ মিডিয়া উচ্চাভিলাষী বলে অভিহিত করে বলেছে কোভিড রোগী ফের বৃদ্ধি পাওয়ায় এধরনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। নতুন এ কোভিড পরীক্ষার ফলাফল দেয়া হবে ১৫ মিনিটের মধ্যে। ডেইলি মেইল/সান/মিরর

ব্রিটেনে ৬ জনের বেশি লোকসমাগম গত সোমবার থেকে নিষিদ্ধ করে বলা হয়েছে এটি না মানলে ১’শ পাউন্ড জরিমানা দিতে হবে। স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না এজন্যে তদারকি ও তল্লাশী দুই বৃদ্ধি করা হচ্ছে। বিমানে যাত্রীদের ওপর নজরদারি আরো কঠোর করা হচ্ছে। ব্যাপকভাবে কোভিড পরীক্ষার সময় বেছে নেয়া হয়েছে সকাল বেলায়। বিশাল এ পরিকল্পনার কথা ফাঁস করেছে ব্রিটেনের একটি মেডিকেল জার্নাল। তবে বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বরিসের এ নতুন পরিকল্পনা কতখানি বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এত বিশাল আকারে একযোগে সারা ব্রিটেন জুড়ে পরীক্ষার জন্যে প্রয়োজনীয় প্রযুক্তি ও ল্যাব আছে কি না সে নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অন্তত ৫ লাখ ব্রিটিশ নাগরিকের কোভিড পরীক্ষা চলতি মাসের শেষ নাগাদ সম্পন্ন করতে চাচ্ছেন বরিস। বিশেষ করে ব্রিটিশ তরুণ তরুণীদের মধ্যে কোভিড সংক্রম বাড়ছে দেখে তা মোকাবেলায় জোর দিচ্ছে বরিস সরকার।

কোভিড পরীক্ষার পর নেগেটিভ হলে পরিচয়পত্র দেয়া হবে যাতে ওই ব্যক্তি প্রয়োজনে তা দেখাতে পারে। কিংবা পরীক্ষার ফলাফলও প্রিন্ট করে দেয়া হবে। কোভিড আক্রান্ত এলাকা হিসেবে স্যালফোর্ডকে বেছে নিয়ে আগামী মাস থেকে এ পরীক্ষা শুরু করার কথা রয়েছে। তবে এ পরীক্ষার সমালোচকরা বলছেন ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের বাজেট যেখানে ১৩০ বিলিয়ন পাউন্ড সেখানে শত বিলিয়ন পাউন্ড শুধু কোভিড টেস্টের জন্যে ব্যয় করা কতখানি যৌক্তিক তা ভেবে দেখা প্রয়োজন। দেশটির স্বাস্থ্য বিভাগে বরাদ্দের পরিমান সরকারি বরাদ্দের ২০ শতাংশ। এছাড়া ‘মুনশট’ প্রকল্প ব্যয় ব্রিটেনের শিক্ষা ব্যয়ের সমান এবং স্বাস্থ্য পরীক্ষার সক্ষমতা অন্তত ৩০ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে হবে। বর্তমানে প্রতিদিন সাড়ে ৩ লাখ ব্যক্তির কোভিড টেস্ট করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়