শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাপলা মিডিয়ার ব্যানারে জড়িত হচ্ছেন খ্যাতিমান নির্মাতারা

ইমরুল শাহেদ : প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে অনেকগুলো ছবির নাম ঘোষণা করলেও অনেক তারকার সমাবেশ ঘটছে না প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান ব্যবসায়ের জন্য তারকা বৈচিত্র্যের কথা বিবেচনায় না রেখে নামি-দামি পরিচালকদের এর সঙ্গে সম্পৃক্ত করছেন।

এ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যেসব পরিচালকদের চুক্তিবদ্ধ করেছেন তাদের মধ্যে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, এফআই মানিক, মালেক আফসারী, শামীম আহমেদ রনিসহ আরো কয়েক জন। শাহীন সুমন আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে আছেন। লক্ষ্য করার বিষয় হলো, গত কিছুকাল থেকে সেলিম খানের নানা ভূমিকার কারণে তার প্রতি চলচ্চিত্রশিল্পের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। সেখানে তার হয়ে কথা বলার মতো কেউ ছিল না।

চলচ্চিত্রশিল্পের খ্যাতিমান ব্যক্তিদের শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত করে তিনি চলচ্চিত্রশিল্পে তার অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন এবং কথা বলার মতো লোকও তৈরি করছেন। অপর দিকে যারা শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করতেন, তাদেরকে শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত করে শাকিব খানের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন। কিন্তু নিজের অবস্থান ও পথ যেভাবে তৈরি করেছেন সেখান থেকে শাকিব খানকে থামিয়ে দেওয়া সম্ভব নয়।

এছাড়া এসব নির্মাতা অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি পেলে যে, শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করবেন না তাতো নয়। এর মধ্যে সেলিম খানের মূল লক্ষ্য হলো ছেলে শান্তকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার। ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করলে শান্তও অভিনয়ে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং একজন সু-অভিনেতা হিসেবে খ্যাতি লাভ করবেন। সেলিম খান বলেছেন, ‘কি হবে শাকিব খানকে নিয়ে। তাকে নিলে একটা বড় অংকের টাকা লোকসান দিতে হয়। আর শান্তকে নিয়ে লোকসান দিতে হবে অনেক কম।’ প্রশ্ন হচ্ছে, ধারাবাহিকভাবে লোকসান দিয়ে কী একটি প্রযোজনা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়