রাশিদুল ইসলাম : [২] কার্ফিউ দেয়ার পরও ইসরায়েলি নাগরিকরা সন্তষ্ট নন এ কারণে যে বিভিন্ন এলাকায় আসা যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা ঠিকমত পথিকদের যাচাই করছেন না। গত ৩ এপ্রিল থেকে ইসরায়েল লকডাউনে যায় কিন্তু এরপরও কোভিড নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। জেরুজালেম পোস্ট
[৪] বাড়িঘর থেকে ৫’শ মিটার দূরত্বে বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছে পুলিশ। কার্ফিউ তদারকি করার জন্যে ৩ হাজার পুলিশ কর্মকর্তার সঙ্গে ৫’শ সেনাসদস্য সহায়তা করছে। প্রয়োজনে আরো ৫’শ সেনা দেয়ার কথাও বলা হয়েছে।
[৫] এতকিছুর পরও কার্ফিউয়ের ওপর আস্থা রাখতে পারছেন না ইসরায়েলি নাগরিকরা। তার বলছেন কিছু লেন ব্লক করলেই হবে না। রীতিমত তল্লাশী চালানোর দাবি তাদের। এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন এটা আসলে এক ধরনের রাজনীতি।
[৬] এমনিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছে। এধরনের প্রতিবাদ ছড়িয়ে পড়ছে অন্যখানেও। কোভিড মন্দায় ইসরায়েলের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। বেকারত্ব বাড়ছে আর হতাশা মাথাচাড়া দিয়ে উঠছে তরুণ তরুণীদের মধ্যে।