শিমুল মাহমুদ: [২] চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে সাড়ে ২২ লাখ করোনা ভ্যাকসিন পেতে চায় সরকার। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ^ ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে আড়াই হাজার কোটি টাকার দুটি প্রকল্প চালু হয়। পরে যুক্ত হয় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। চ্যানেল ২৪
[৩] চীন, রাশিয়া, ভারত কিংবা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা আগে করোনভাইরাসের টিকা উদ্ভাবনে সফল হবে তাদের কাছ থেকেই পেতে চায় সরকার। এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শুরু হয়েছে যোগাযোগ।
[৪] পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন কিনতে যেকোন প্রকল্প এলে অগ্রাধিকার ভিত্তিতে তা অনুমোদন দেওয়া হবে।
[৫] এখন পর্যন্ত সাড়ে ২২ লাখ ভ্যাকসিন কেনার প্রস্তুতি রয়েছে সরকারের। প্রথমে দেশের সম্মুখ সারির ১০ লাখ যোদ্ধাদের এ টিকা দেওয়া হবে। এরপর দেওয়া হবে আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বয়স্কদের।
[৬] ঢাকা বিশ^বিদ্যালয়ের জনস্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলন, ভ্যাকসিন যদি মার্কেটে ছেড়ে দেই। তাহলে অনেকে পরিবার আছে যারা অসুস্থ না হলে ভ্যাকসিন নিতে চাইবে না। অনেকে আছে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে চাইবে না। এজন্য সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে সহজলভ্য করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব