শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমাণ ইয়াবা , কার এবং মাইক্রোবাসসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৩,৬৭০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

[৩] মোঃ মাহ্মুদুল হাসান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া ) জানান, সোমবার ০৭ সেপ্টেম্বর এই উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকার এবং মাইক্রোবাসের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার ও মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার ০৩:৩৫ র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে হোটেল জামাল শাহ রেষ্টুরেন্ট এন্ড বিরানী হাউজ এর উত্তরে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসা ০১টি প্রাইভেটকার ও ০১টি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকার ও মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকার ও মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত গতিতে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকার ও মাইক্রোবাসটি আটক করে আসামী ০১। মোঃ দিদারুল আলম (৪৮), পিতা- মৃত দানু মিয়া, সাং-পূর্ব মোক্তার পুর, পোঃ- করলিয়া,ওয়ার্ড নং-০৬, ঝিলংজা ইউপি,থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০২। মোঃ জাহিদুল ইসলাম,(১৮), পিতাঃ- মৃত সামছুল হক, সাং- করলিয়া চেয়ারম্যান পাড়া, পোঃ- করলিয়া,ওয়ার্ড নং-০৮, ঝিলংজা ইউপি,থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং ০৩। মোঃ সোয়েব (২২), পিতাঃ- মোঃ আমজাদ উল্ল্যাহ, গ্রাম- দরগাহপাড়া পোঃ- করলিয়া,ওয়ার্ড নং-০৭, ঝিলংজা ইউপি,থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের’কে আটক করে। আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের শনাক্তমতে উক্ত প্রাইভেটকার ও মাইক্রেরাবাসের যাত্রী সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উক্ত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১১-৪৯২৪) এবং মাইক্রোবাস (চট্ট-মেট্টো-চ- ১১-৫২৫২) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে ।

[৪] গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়