লাইজুল ইসলাম : [২] ব্যবসায়ীদের মতে, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ছিল ৪০-৪৫ টাকা। যা শুক্রবার বেড়ে ৫০-৫৫ টাকা হয়। শনিবার ও রোববার দাম বেড়ে ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে আমদানি করা পেঁয়াজের কেজি শুক্রবারের আগে ছিল ২৫-৩০ টাকা। এখন কেজিতে বিক্রি হচ্ছে ৬০ টাকা।
[৩] গেল বছরের সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে পেঁয়াজের কেজি হয় রেকর্ড ২৫০ টাকা। ফলে অজানা শঙ্কায় ক্রেতারা বাড়তি পেঁয়াজ কিনেছেন।
[৪] বিক্রেতারা জানিয়েছেন, ফরিদপুর ও কুষ্টিয়ার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা। ভারতের পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দামে।
[৫] মগবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে। এই অবস্থায় ক্রেতারাও বিরক্ত হচ্ছেন। কিন্তু আমরা তো কারওয়ান বাজার থেকে বেশি দামে পন্য ক্রয় করছি। সম্পাদনা : রায়হান রাজীব