ওয়ালি উল্লাহ : [২] ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১। আর দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে যাওয়া ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৩ হাজার। শীর্ষস্থানে থাকা আমেরিকায় এই সংখ্যা ৬৪ লাখেরও বেশি।
[৩] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, রোববার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত মোট ৭০ হাজার ৬২৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
[৪] সরকারি সূত্রে প্রকাশ, ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
[৫] দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৩২ শতাংশে। মৃত্যু হার হয়েছে ১.৭২ শতাংশ। সক্রিয় করোনা রোগীর হার হয়েছে ২০.৯৬ শতাংশ।
[৬] ভারতের মহারাষ্ট্র রাজ্য আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে। এখানে এ পর্যন্ত ২৬ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১২ জনের মৃত্যু হয়েছে।