খোরশেদ আলম: [২] শেরপুরের শ্রীবরদীতে এসিড নিক্ষেপ মামলার সাক্ষী ফিলু মিয়া (৪০) কে গাছে বেধে পিটিয়েছে আসামি পক্ষের লোকেরা। ঘটনাটি ঘটে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পশ্চিম কর্নঝোড়া গ্রামে। ফিলু মিয়া ওই গ্রামের জাফর আলীর ছেলে। এ ব্যাপারে ৭ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।
[৩] এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশও স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় ৩ মাস পুর্বে একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ফিলু মিয়ার ভাগ্নির শরীরে এসিড নিক্ষেপ করে। এ ব্যাপারে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করে। শুক্রবার বিকালে থানা পুলিশ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে।
[৪] এ ঘটার পর সন্ধায় মোহাম্মদ আলীর লোকজন মামলার সাক্ষী ফিলু মিয়াকে রাস্তা থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে গাছে বেধে অমানুষিক নির্যাতন চালায়। এতে ফিলু মিয়া গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফিলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
[৫] খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল জাহাঙ্গীর আলম, ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যানদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী