শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অক্টোবরে

সমীরণ রায় : [২] কোভিড-১৯ সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে ছিলো আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের কার্যক্রম। তবে গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় দলটির উপ-কিমিটি ও সহযোগি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির করার নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিটি দিতে কাজ শুরু করেছেন সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

[৩] আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সংগঠনের সম্মেলনের পর থেকেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে সেটি থমকে যায়। তবে চলতি মাসের প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। প্রস্তুতি নিচ্ছি। সিভিগুলো যাচাই-বাছাই চলছে। চলতি মাসেই না পারলেও অক্টোবরে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো।

[৪] আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সংগঠনের পূর্নাঙ্গ কমিটি দেয়ার কাজ শেষের পথে। আমরা নিজেরা বসেছি। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে কমিটি দেয়ার ক্ষেত্রে অনুমোদন চেয়েছি। তবে সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেই কমিটি ঘোষণা দিতে পারবো। এছাড়াও জেলা-উপজেলায় কমিটি দেয়ার ক্ষেত্রে তৎপরতা চলছে। আশা করছি অক্টোবরের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিতে পারবো।

[৫] কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, আমরা সম্মেলনের ১৭ দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার কাছে তালিকা জমা দিয়েছি। তিনি যখনই অনুমোদন দেবেন তখনই পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ করতে পারবো। একই সঙ্গে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত কমিটি করার জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়