শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] আমরা ভবিষ্যতের একজন ভালো পার্লামেন্টারিয়ানকে হারালাম, বললেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি সব সময় বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। উপমহাদেশের মধ্যে তিনি একজন বড় রাজনীতিবিদ ছিলেন। অত্যন্ত মেধাবী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '৭১ সালে ও '৭৫ সালের পরবর্তী সময়ে ভারত আমাদের পাশে আন্তর্জাতিক ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। তার পিছনে প্রণব মুখার্জির ভূমিকাও ছিলো। তিনি তাঁর মৃত্যুতে তাঁর আত্নার শান্তি কামনা করেন।

[৩] জাতীয় সংসদের নবম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

[৪] জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় ।

[৫] অধিবেশনের শুরুতেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, চলতি সংসদের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন, ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়।

[৬] শোক আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি সংসদের ২ জন সদস্য, অতীতের সংসদ সদস্য ও সমাজের বিশিষ্টজন ইতোমধ্যে মৃত্যুবরণ করছেন। তাদের ওপর শোকপ্রস্তাব গ্রহন করা হয়েছে। তাদের প্রতি শোক প্রকাশ করছি।আত্নার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

[৭] তিনি বলেন, এডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন কালে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিডিআর এর ঘটনার সময় রেখেছিলেন সাহসী ভূমিকা।প্রতিটি আন্দোলন -সংগ্রামে তাঁর ছিলেন মনে রাখার মতো।

[৮] তিনি ইসরাফিল আলম সর্ম্পককে একজন মেধাবী ছিলেন ইসরাফিল। আমরা ভবিষ্যতের একজন ভালো পার্লামেন্টারিয়ানকে হারালাম।

[৯] অধিবেশনের শুরুতে স্পীকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিণ্ডলীর সদস্য মনোনয়ন নেন। এ অধিবেশনে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন তারা হলেন আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ণ চন্দ্র চন্দ, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি। সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন। পরে স্পীকার শোক প্রস্তাব পাঠ করেন।

[১০] রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯ আগস্ট নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের বিগত অষ্টম অধিবেশন গত ৯ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী, সংসদের দু’টি অধিবেশনের মধ্যবর্তী বিরতি একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে।

[১১],করোনা সংক্রমণকালে এ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় আগেই সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংসদ অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অন্যদের যেতে নিষেধ করা হয়েছে। অধিবেশনের সময় সংসদ ভবনে দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আগের অধিবেশনের মতো প্রবীণ ও ঝুঁকিপূর্ণ সংসদ সদস্যদের উপস্থিত না হতে অনুরোধ করা হয়েছে।

[১২] সংসদ সদস্যরা মাস্ক পরে অধিবেশনে যোগ দিয়েছেন। বসেছেন সামাজিক দূরত্ব বজায় রেখে। সংসদ ভবনের প্রবেশপথে স্থাপিত জীবাণুনাশক চেম্বারের মাধ্যমে জীবাণুমুক্ত হয়ে তারা সংসদ ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া প্রবেশের সময় তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।

[১৩] শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক আগামীকাল সকাল ১১ টা পর্যন্ত মুলতবি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়