শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপাতত ওয়াহিদা খানমকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দরকার নেই, তবে সংক্রমণের শঙ্কা আছে : মেডিকেল বোর্ড প্রধান

শাহীন খন্দকার : [২] ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও নিউরোসার্জন অধ্যাপক ডা. জাহেদ হোসেন আরও বলেন, সোমবার পর্যন্ত ওয়াহিদা খানমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে তার শারীরিক অবস্থা বিবেচনায় কেবিনে নেয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

[৩] শনিবার পরিস্থিতি পর্যালোচনায় আলোচনা মেডিকেল বোর্ডের ৬ সদস্যসহ বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক।

[৪] বৈঠক শেষে চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের চেতনা মাত্রা ১৫ তে, যা সুস্থ মানুষের সমান। তার অন্যান্য শারীরিক পরিস্থিতিও উন্নত হচ্ছে দ্রুত। প্যারালাইজড হয়ে যাওয়া ডানপাশের এখনো কোনো ধরনের উন্নতি হয়নি। যেমন ছিল তেমনই আছে। যেহেতু ওনার ব্রেনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাড় ভেঙ্গে ব্রেনে কিছুটা আঘাত করেছে সে জন্য এটার এখনো কোনো উন্নতি হয়নি।

[৪] এ ক্ষেত্রে কতদিন লাগবে বা কতটুকু উন্নতি হবে এ মুহূর্তে বলা কঠিন। তবে আমরা আশাবাদী এটির উন্নতি হবে। তবে নতুন করে কোনো রক্তক্ষরণ নেই। সামান্য কিছু রক্তক্ষরণ ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওয়াহিদার অক্সিজেন লেভেল বেড়েছে।

[৫] প্রেসারে আগে কিছুটা সমস্যা ছিল, সেটাও এখন উন্নতি হয়েছে। অন্য কোনো সমস্যা এই মুহূর্তে তেমন নেই। তাই শঙ্কামুক্ত বলা যেতে পারে।

[৬] ইনফেকশন যাতে না হয় সে দিকেই লক্ষ রাখা হচ্ছে। তবে সংক্রমণের শঙ্কা আছে। ওয়াহিদাকে কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা জীবাণুমুক্ত ছিল কিনা তা আমরা জানি না। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়