শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেনোসা সফরে বর্ণবাদকে যুক্তরাষ্ট্রের ‘আদি পাপ’ বলে মন্তব্য বাইডেনের

লিহান লিমা: [২] গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসাতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে যৌন হয়রানির একটি মামলায় গ্রেপ্তারের সময় ৭বার গুলি করে পুলিশ। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি আছেন জ্যাকব। এই ঘটনা কেনোসাজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ জোরদার করে। আল জাজিরা/এপি/রয়টার্স

[৩]স্থানীয় সময় বৃহস্পতিবার কেনোসা সফরে শহরের একটি চার্চে স্থানীয়দের উদ্দেশ্যে মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ‘আমার জ্যাকবের সঙ্গে ১৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ রুম থেকে বেরিয়ে এসেছেন। তিনি আমাকে বলেছেন, কিছুই তাকে পরাজিত করতে পারবে না। এবার তিনি পুনরায় হাঁটতে পারুন কিংবা না পারুন, তিনি হাল ছেড়ে দেবেন না।’ এই সফরে জ্যাকবের পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গেও দেখা করেছেন বাইডেন।

[৪]চার্চে বাইডেন আরো বলেন, ‘অবশেষে আমরা ৪’শ বছরের পুরনো দাসপ্রথা ও এর চিহ্ন নিয়ে কথা বলছি, যা এই দেশের আদি পাপ। আমি বলছি না আগামীকাল আমি প্রেসিডেন্ট হলে চার বছরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ট্রাম্প পুনঃনির্বাচিত না হলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’ ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, শালর্টভ্যালিতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সহিংসতার সময় ট্রাম্প বিভেদকে সমর্থন করেছিলেন। তিনি মানব প্রবৃত্তির অন্ধকার দিককে বৈধতা দিয়েছেন। যা ইতোপূর্র্বে কোনো প্রেসিডেন্ট করেন নি।’

[৫]এই সময় বাইডেন বিক্ষোভে দাঙ্গা ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনের আহ্বান জানান।

[৬]দুইদিন আগে কেনোসা সফরে শহরটিতে বিক্ষোভ ও সহিংসতার নিন্দা জানিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য তহবিল বৃদ্ধির ঘোষণা দিলেও প্রকাশ্যে একবারের জন্যও জ্যাকবের নাম উচ্চারণ করেন নি ট্রাম্প।

[৭]গত ২৫ মে মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভের জন্ম দেয়। মার্কিন অ্যাটর্নী জেনারেল উইলিয়াম ব্লার বলেন, ফ্লয়েডের থেকে জ্যাকবের ঘটনা পুরোই ভিন্ন, ফ্লয়েড ছিলেন হাতকড়া পরা ও নিরস্ত্র, অন্যদিকে জ্যাকব গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন ও তার গাড়িতে ছোরা পাওয়া গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়