নাদিরা সুলতানা নদী: বাংলাদেশি যারা ভারত পাকিস্তানের কাপড় নিয়ে বিজনেস করেন, তাদের যুক্তিটা কী। যারা কেনেন তাদেরই বা যুক্তিটা কী? আমি বলছিনা দুই একবার ভুল করে কিনিনি বা গিফট পেয়ে তা পরিনি, অস্ট্রেলিয়া বসে মাঝে মাঝেই বাধ্য হয়ে মেড ইন চায়না কিনে ফেলি। যদি না সেটা মেড ইন বাংলাদেশেরটা খুঁজে না পাই। কিন্তু আমাদের দেশে এতো ভালো কাপড়, বিশেষ করে শাড়ি, সেলোয়ার কামিজ, গার্মেন্টস প্রোডাক্ট থাকতে। কেন অন্য দুই দেশ আমি ঠিক জানি না আসলে, হঠাৎ জানতে ইচ্ছে করল। কারণ কাছের অনেকেই পাকিস্তানের কাপড় বিক্রি করেন বা অন্য দেশের ইনবক্সে বলেন তাদের উৎসাহ দিয়ে লিখতে বা সবাইকে জানাতে। আমি খুবই দুঃখিত যে, তাদের আসলে আমার পক্ষ থেকে সর্মথন দেওয়া সম্ভবনা। দেশের জন্য সরাসরি অনেক কিছু করার সুযোগ আমাদের অনেকের থাকে না। কিন্তু শুধু পোষাক শিল্পে আমরা রীতিমতো বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখি। ইস এমন যদি হতো, সবাই শুধু দেশের কাপড় পরছে কেমন হতো বিষয়টা। ফেসবুক থেকে