নূর মোহাম্মদ: [২] সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
[৩] বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা ভার্চুয়ালি অংশ নেন।
[৪] নতুন দুইজন নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর আগে বুধবার তাদের দুইজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।