শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে দেয়া যাবে না: ওলামা লীগ

ডেস্ক রিপোর্ট : [২] ভারতকে কোনমতেই বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

[৩] বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামী দলের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

[৪] তারা বলেন, সম্প্রতি বিমান প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে যারা লন্ডন যেতে চান তাদের দিল্লি গিয়ে ফ্লাইটে উঠতে হয়। সেক্ষেত্রে তারা যদি সিলেট বিমানবন্দর থেকে লন্ডনের যাত্রী হন তাহলে কষ্ট কম হবে।

[৫] ভারতকে রোড ট্রানজিট, ট্রানশিপমেন্ট, মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট দিয়ে কোন কিছুতেই বাংলাদেশ লাভবান হয়নি বরং সবকিছুই বাংলাদেশের জন্য আত্মঘাতি এবং সার্বভৌমত্বের প্রতি আঘাতস্বরূপ হয়েছে। সেক্ষেত্রে আবার বিমানবন্দর ট্রানজিট দেয়া হবে মরার উপর খারার ঘার শামিল। কাজেই সরকারকে এরূপ আত্মঘাতি পদক্ষেপ থেকে সরে আসতে হবে।

[৬] মানববন্ধনে বক্তারা বলেন, মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপপ্রচারে ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখলেও হযরত নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননা দ্বীনি অনুভূতিতে আঘাত করলে শাস্তির জন্য ১০ বছর জেলের বিধান করা হয়েছে। যা কখনোই গ্রহণযোগ্য নয়।

[৭] বক্তারা বলেন, সুইডেন এবং নরওয়েতে পবিত্র কুরআন শরীফ উনার অনুলিপি পুড়িয়ে দেয়ার ঘটনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো উচিত।

[৮] তারা বলেন, সাংবিধানিকভাবে উল্লিখিত, রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারকে এ ষড়যন্ত্র চিরকালের জন্য রুখতে হবে। জনগণকেও জনসচেতন হতে হবে।

[৯] ২০১৭ সালের ২৮ মার্চ রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম বহালে ঐতিহাসিক দিয়েছেন হাইকোর্ট। সেটা আদালত দ্বারা মীমাংসিত বিষয়। এর বিপক্ষে গিয়ে অন্য কোন সিদ্ধান্ত পেশ করা কখনোই গ্রহণীয় নয়। রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম বাতিলের সিদ্ধান্ত ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান কখনো মেনে নিবেনা।

[১০] বক্তারা আরও বলেন, ভারতীয় অনলাইন জুয়া ‘শিলং তীর’- এ নিঃস্ব হচ্ছে বাংলাদেশীরা। অবিলম্বের এর বিরুদ্ধে বিশেষ সরকারি প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের সীমান্তবর্তী ভারতের শিলং ও গৌহাটি এলাকা থেকে চালু হয়েছে ‘শিলং তীর’ নামের জুয়া। এখন খোদ রাজধানীসহ বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। এসব জুয়া খেলায় জড়িয়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সর্বশান্ত হচ্ছে। লোভে পড়ে খেলা সম্পৃক্ত হলেও অধিকাংশ অংশগ্রহণকারীদের অর্থ হাতিয়ে নিচ্ছে জুয়া পরিচালনাকারীরা।

[১১] বক্তারা বলেন, ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ শুরু করে মোদী নিজের পতনকেই তরান্বিত করছে। রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন হিন্দুত্ববাদী বিজিপি সরকারের এক ঐতিহাসিক ভুল। একদিন এ ভুলের খেসারত দিতে হবে ভারতকে। বাবরি মসজিদের স্থানে গায়ের জোরে রাম মন্দির স্থাপনের উদ্যোগ নিয়ে মুসলিম উম্মাহর হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে।

[১২] মানববন্ধনে সমন্বয় করেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি- আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়