আসিফুজ্জামান পৃথিল: [২] ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের এক গবেষণা প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। আগামী ৮০ বছরের মধ্যে চীনের জনসংখ্যা ৪৮ শতাংশ কমে যেতে পারে। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে পড়তে পারে। ফোর্বস
[৩] বাংলাদেশের জনসংখ্যাও ৪৮ শতাংশ কমবে। তবে চীনের মতো প্রবৃদ্ধি না থমকানোর সম্ভাবনাই বেশি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বাড়তে পারে ৩ শতাংশ। যার পুরোটাই হবে অভিবাসী নির্ভর। এজন্য দেশটিকে অভিবাসী আইন শিথিল করতে হবে। দ্য ল্যানসেট
[৪] চীনের বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি ৩০ লাখ। ২১০০ সালে তা দাঁড়াবে ৭৩ কোটি ২০ লাখ। ভারতের বর্তমান জনসংখ্যা ১৩৮ কোটি ১০ লাখ। ২১ শতাংশ কমে তা দাঁড়াবে ১০৯ কোটি ৩০ লাখে। ভারতই তখন হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।
[৫] ইন্দোনেশিয়ার জনসংখ্যা ১১ শতাংশ কমে দাঁড়াবে ২২ কোটি ৯০ লাখে। পাকিস্তানের জনসংখ্যা ১৬ শতাংশ কমে দাঁড়াবে ২৪ কোটি ৮০ লাখে। ব্রাজিলের জনসংখ্যা ২২ শতাংশ কমে দাঁড়াবে ১৬ কোটি ৫০ লাখ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ৭০ লাখ। ২১০০ সালে ৪৮ শতাংশ কমে তা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখ।
[৬] ২১০০ সালে বিশ্বের ২য় জনবহুল দেশে পরিণত হবে নাইজেরিয়া। দেশটির জনসংখ্যা ৮০ বছরে বাড়বে ২৮৪ শতাংশ! নাইজেরিয়ার বর্তমান জনসংখ্যা ২০ কোটি ৬০ লাখ। ২১০০ সালে তা হবে ৭৯ কোটি ১০ লাখ। সম্পাদনা: ইকবাল খান