শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজ্জামেল হোসেন ত্বোহা: সারভাত একরামউল্লাহ, যে বাঙালি নারী হতে যাচ্ছিলেন জর্ডানের রানী

মোজ্জামেল হোসেন ত্বোহা: যে বাঙালি নারী হতে যাচ্ছিলেন জর্ডানের রানি তার নাম সারভাত একরামউল্লাহ। জন্ম কলকাতায়। তার বাবা ছিলেন পাকিস্তানের প্রথম পররাষ্ট্র সচিব, আর মা ছিলেন পাকিস্তানের প্রথম দুই নারী এমপির একজন। কিন্তু তার আরেকটি পরিচয়ও আছে। তিনি হচ্ছেন পাকিস্তানের এককালের প্রধানমন্ত্রী এবং আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহিদ সোহরাওয়ার্দীর ভাগ্নি। তার মা ছিলেন সোহরাওয়ার্দীর মামাতো বোন এবং এই সারভাতেরই হওয়ার কথা ছিল জর্ডানের রানী। সারভাতের বিয়ে হয়েছিল জর্ডানের ক্রাউন প্রিন্স হাসান বিন তালালের সাথে। সে সময় ক্ষমতায় ছিলেন হাসানের বড় ভাই, বাদশাহ হুসেইন বিন তালাল এবং হুসেইনের মৃত্যু হলে হাসানেরই রাজা হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী প্রথমে অবশ্য ক্রাউন প্রিন্স ছিলেন হুসেইনের বড় ছেলে আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহর মা, রানী মুনা ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত। সে হিসেবে আব্দুল্লাহ ছিলেন হাফ ব্রিটিশ। ষাটের দশকের উত্তাল সময়ে বাদশাহ হুসেইনের বিরুদ্ধে যখন নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, তখন তিনি বিতর্ক এড়ানোর জন্য এবং পুত্রের জীবনের নিরপত্তা নিশ্চিত করার জন্য তার পরিবর্তে ভাই হাসানকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করেন।

১৯৬৮ সালে ক্রাউন প্রিন্স হাসান বিয়ে করেন সারভাত একরামউল্লাহকে। ফলে বাঙালি নারী সারভাত হয়ে যান জর্ডানের ক্রাউন প্রিন্সেস- সম্ভাব্য ভবিষ্যৎ রানী। পরবর্তী ৩০ বছর তিনি এই পদে বহাল থাকেন। কিন্তু ১৯৯৯ সালে, মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে হাসপাতালের বিছানায় শোয়া বাদশাহ হুসেইন হঠাৎ তার ভাইয়ের মনোনয়ন বাতিল করে নিজের বড় ছেলে আব্দুল্লাহকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করেন। সারভাতের রানি হওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায়। শোনা যায়, হুসেইনের এই সিদ্ধান্তের পেছনে তার আরেক স্ত্রী, রানী নূরের ভূমিকা ছিল। নূরের সাথে সারভাতের বেশ দ্বন্দ্ব ছিল। নূর, আব্দুল্লাহ এবং হুসেইনকে প্ররোচিত করেন আব্দুল্লাহকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দিতে। বিনিময়ে তার চাওয়া ছিল আব্দুল্লাহ সিংহাসনে বসলে তার নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স বানাতে হবে। হুসেইন এবং আব্দুল্লাহ রাজি হন। বাদশাহ হুসেইনের মৃত্যুর আগে এবং পরের দিনগুলোতে সিংহাসনের এই খেলাকে কেন্দ্র করে হুসেইনের স্ত্রী নূর, এবং হাসানের স্ত্রী সারভাতের মধ্যে বেশ স্নায়ু যুদ্ধ চলে। তারা একজন আরেকজনের বিরুদ্ধে পত্রপত্রিকায় বিভিন্ন অপপ্রচার চালান। নূর দাবি করেন, হুসেইনের মৃত্যুর আগেই সারভাত নিজের মতো করে প্রাসাদ সাজাতে শুরু করে দিয়েছিলেন।

অন্যদিকে সারভাত দাবি করেন, নূর ইহুদী বংশোদ্ভূত। যাইহোক, শেষ পর্যন্ত আব্দ্ল্লুাহ সিংহাসনে বসেন এবং তিনি তার সৎ মা নূরকে দেওয়া প্রতিশ্রুতি রাখেন। ক্ষমতা গ্রহণ করার পর প্রথমেই তিনি ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেন তার সৎ ভাই, প্রিন্স হামজাকে। কিন্তু কয়েক বছর পর, আব্দুল্লাহর নিজের ছেলে হুসেইনের বয়স যখন ১৮ বছর হয়, তখন তিনিও তার পিতার পদাঙ্ক অনুসরণ করেন। হামজার মনোনয়ন বাতিল করে তিনি নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনয়ন দেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়