শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ বছর বয়সেও সিরিজ সেরা

স্পোর্টস ডেস্ক : [২] মোহাম্মদ হাফিজ প্রমাণ করলেন বয়স চল্লিশ ছোঁয়ার অপেক্ষায় থাকলেও তার ব্যাট এখনো সচল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাক টু ব্যাক ফিফটি পেলেন। তিন ম্যাচের সিরিজে দুই ইনিংসে ১৭৬.১৩ স্ট্রাইক রেটে করলেন ১৫৫ রান। শেষ ম্যাচে দলের জয়ে তিনি ম্যাচসেরা। এই চল্লিশে সিরিজ সেরার পুরস্কারও উঠল হাফিজেরই হাতে।

[৩] ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সুযোগ হয়নি। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন ৩৬ বলে ৬৯ রানের ইনিংস। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে ছোট ফরম্যাটে ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রান করেন হাফিজ। তার আগের সেরাও অবশ্য ৮৬। তবে সেটা অপরাজিত ছিল না। আর টি-টোয়েন্টিতে হাফিজের এটি ১৩ ফিফটি। ৫২ বলে ৪ চার ও ৬ ছক্কায় সাজান এদিনের ইনিংসটি।

[৪] হাফিজ ছাড়াও অভিষিক্ত হায়দার আলি খেলেছেন ৫৪ রানের ইনিংস। এই দুইয়ের ব্যাটে ইংল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে পাকিস্তান। ম্যাচটা শেষ পর্যন্ত ৫ রানে জেতে দলটি। তাতে সিরিজ ১-১ এ ড্র করার সঙ্গে জয় দিয়ে সফর শেষ করার স্বাদ পায় অতিথি দল।

[৫] টেস্ট থেকে আগেই হাফিজ অবসর নিয়েছেন। তাই সাদা পোশাকে ছিলেন না। অনেক জল ঘোলা করে ইংল্যান্ডে আসা হাফিজ টি-টোয়েন্টিতে কেমন করেন সেটি ছিল দেখার। তা ছাড়া এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা বলেন তিনি। হাফিজ তার শেষ দুই ইনিংসে সবাইকে মুগ্ধই করলেন। তাই শোয়েব আখতার থেকে শুরু করে নিজ দেশের সাবেকদেরও অভিনন্দন পাচ্ছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়