শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফ্রান্সে ধর্মের সমালোচনার স্বাধীনতা রয়েছে’, মহানবী (সা.) কে নিয়ে শার্লি এবদোর ছাপানো কার্টুন নিয়ে বললেন ম্যাক্রোঁ

লিহান লিমা: [২] মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত কার্টুন চলতি সপ্তাহ থেকে পুনরায় ছাপানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সের সপ্তাহিক ব্যাঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপানোর সিদ্ধান্ত নেয়ার জন্য পত্রিকাটির সমালোচনা করতে প্রত্যাখ্যান করেছেন। ফ্রান্স২৪/রয়টার্স

[৩] মঙ্গলবার লেবানন সফরে ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্সের নাগরিকদের একের প্রতি অপরের সম্মান জানানো উচিত এবং ঘৃণার সংস্কৃতি এড়ানো উচিত। কিন্তু আগামীকাল বিচার শুরুর পূর্বে আমি প্রেসিডেন্ট হিসেবে কোনো মত জানাতে পারি না।’ এই সময় গণতন্ত্র ও বাক-স্বাধীনতার কথা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘একজন প্রেসিডেন্ট কখনো সংবাদপত্রের বা সম্পাদকীয় সিদ্ধান্তের বিচার করতে পারেন না। কারণ আমাদের গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। ধর্মের সমালোচনা বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ফ্রান্সে যে কেউ প্রেসিডেন্ট, গর্ভনর বা ধর্মের সমালোচনা করতে পারেন।’

[৪] মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করায় ২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর অফিসে হামলা করা হয়। হামলায় ব্যাঙ্গচিত্র শিল্পী ক্যাবুসহ ১২জন নিহত ও ১১জন আহত হন। হামলা চালানো সিরিয়া থেকে আসা দুই ভাই সৈয়দ ও শেরিফ কুয়েচি পুলিশের গুলিতে মারা গেলেও আরো ১৪জনকে জড়িত সন্দেকে গ্রেপ্তার করে মামলা চলছে। বুধবার থেকে এর শুনানি আরাম্ভ হবে। পত্রিকার সম্পাদক লরেন রিস বলছেন, হামলার ৫ বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলতি সপ্তাহ থেকে ক্যাবুর আঁকা মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র ধারাবাহিকভাবে প্রকাশ করবেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়