শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ষসেরা একাদশে মেসির নাম আছে, নেই রোনালদো ও নেইমার

স্পোর্টস ডেস্ক: [২] বরাবরের মতো এবারও বর্ষসেরা দল গঠন করেছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া (ইএসএম)। আর এই একাদশে স্প্যানিশ লা লিগা থেকে সুযোগ পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

[৩] আর্জেন্টাইন অধিনায়ক মেসির অবশ্য এসব একাদশ দেখার এখন সময় নেই। কেননা ২০ বছরের সম্পর্কের ক্লাব বার্সেলোনার সঙ্গে তার খারাপ সময় যাচ্ছে। ক্লাব ছাড়ার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও এ নিয়ে দুই পক্ষের মাঝে জটিলতা সৃষ্টি হয়েছে।

[৪] অন্যদিকে মেসি এই একাদশে জায়গা পেলেও তারই চিরপ্রতিদ্ব›দ্বী জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাত্য রয়েছেন। এমনকি সময়সাময়িক আরেক তারকা পিএসজির নেইমারও সুযোগ পাননি।

[৫] ইএসএমের এই প্যানেল ইউরোপের শীর্ষ মিডিয়াগুলো থেকে নির্বাচিত করা হয়। এই আউটলেটে মার্কা, লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত ও কিকারের মতো ওপরের সারির সংবাদমাধ্যমগুলো রয়েছে। তবে একাদশ গঠনে ভোটাভুটি হয়ে থাকে। যেখানে ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতেই ভোট দিয়ে থাকে।

[৬] একাদশে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লিভারপুলের সর্বোচ্চ ৪ ফুটবলার রয়েছে। এরা হলেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রোর্বেটসন ও জর্ডান হেন্ডারসন। বার্সা থেকে মেসি ও টের স্টেগেনই সুযোগ পেয়েছেন। তবে চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ থেকে কাউকে একাদশের যোগ্য হিসেবে রাখা হয়নি।

[৭] দলে এছাড়া রয়েছেন, আরবি লিগজিগের দায়োত উপামেকানো, ম্যানচেস্টার সিটির কেভিন দে ব্রুইনা, প্যারিস সেন্ট জার্মেইর আনহেল দি মারিয়া, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও বুরুশিয়া ডর্টমুন্ডের আর্লি হালান্দ। - গোল ডটকম/ মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়