শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোটালীপাড়ায় স্কুলের অধ্যক্ষ আশুতোষকে সাময়িক বরখাস্ত

আসাদুজ্জামান বাবুল/ মাহাবুব সুলতান: [২] অনিয়ম ও দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কোটালীপাড়া নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

[৩] সোমবার রাত ৯টার দিকে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম ফকির এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন - গত বৃহস্পতিবার গভর্নিংবডির সভাপতি এ্যডভোকেট শামিম শাহরিয়ার স্বাক্ষরিত এক নোটিশ পত্রে তাকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সঙ্গেঁ আগামী ৭ কার্য দিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। বিদ্যালয়ের দপ্তরিদের দিয়ে বার বার তার কাছে নোটিশটি পাঠানো হয় কিন্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস নোটিশটি গ্রহণ না করায় নোটিশটি তার বাস ভবন ও অফিস কক্ষে টাঙ্গিয়ে রাখা হয়েছে।

[৪] ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম ফকির সাংবাদিকদের আরো বলেছেন, বিদ্যালয়ের নামে সরকার থেকে বরাদ্দকৃত টি আর, কাবিখা, অনুদানের টাকা আত্মসাত ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নিতীর অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসের বিরুদ্ধে। এ ব্যপারে তাকে গভর্নিংবডির পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও সবকিছু উপেক্ষা করে তিনি অবাধে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যেতে থাকেন।

[৫] এ ব্যপারে নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- গভর্নিংবডির সিদ্ধান্তের যথাযথ জবাব দিব। গভর্নিংবডির সভাপতি এডভোকেট শামিম শাহরিয়ার বলেন- তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় গভর্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়