শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোটালীপাড়ায় স্কুলের অধ্যক্ষ আশুতোষকে সাময়িক বরখাস্ত

আসাদুজ্জামান বাবুল/ মাহাবুব সুলতান: [২] অনিয়ম ও দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কোটালীপাড়া নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

[৩] সোমবার রাত ৯টার দিকে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম ফকির এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন - গত বৃহস্পতিবার গভর্নিংবডির সভাপতি এ্যডভোকেট শামিম শাহরিয়ার স্বাক্ষরিত এক নোটিশ পত্রে তাকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সঙ্গেঁ আগামী ৭ কার্য দিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। বিদ্যালয়ের দপ্তরিদের দিয়ে বার বার তার কাছে নোটিশটি পাঠানো হয় কিন্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস নোটিশটি গ্রহণ না করায় নোটিশটি তার বাস ভবন ও অফিস কক্ষে টাঙ্গিয়ে রাখা হয়েছে।

[৪] ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম ফকির সাংবাদিকদের আরো বলেছেন, বিদ্যালয়ের নামে সরকার থেকে বরাদ্দকৃত টি আর, কাবিখা, অনুদানের টাকা আত্মসাত ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নিতীর অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসের বিরুদ্ধে। এ ব্যপারে তাকে গভর্নিংবডির পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও সবকিছু উপেক্ষা করে তিনি অবাধে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যেতে থাকেন।

[৫] এ ব্যপারে নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- গভর্নিংবডির সিদ্ধান্তের যথাযথ জবাব দিব। গভর্নিংবডির সভাপতি এডভোকেট শামিম শাহরিয়ার বলেন- তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় গভর্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়