সিরাজুল ইসলাম: [২] জঙ্গি সংগঠন জামায়াত-উদ-দাওয়ার শীর্ষ নেতার বিরুদ্ধে দেশটির একটি আদালত শুক্রবার এ রায় দিয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সভার আগে এ রায় দেয়া হলো। রয়টার্স
[৩] চারটি অভিযোগে মালিক জাফর ইকবাল ও আবদুল সালামকে সাড়ে ১৬ বছর করে জেল দেয়া হয়েছে। অন্যদিকে একটি অভিযোগে হাফিজ আবদুল রেহমান মাকিকে দেড় বছরের জেলা দেয়া হয়েছে। এই লোকগুলো হাফিজ সাঈদের সহযোগী। ফেব্রুয়ারিতে একটি মামলায় তার ১১ বছরের জেল হয়। সাঈদ লস্কর-ই-তায়েবার প্রতিষ্ঠাতা এবং নেতৃত্ব দেন।
[৪] মূলত এফএটিএফের কালো তালিকা এড়ানোর জন্যই এ রায় দেয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে না পারায় ইসলামাবাদ সংগঠনটির ধূসর তালিকায় রয়েছে। কালো তালিকায় রয়েছে ইরান ও উত্তর কোরিয়া।
[৫] ২০০৮ সালের মুম্বাইয়ে হোটেলে হামলার পরিকল্পনাকারী হিসেবে তাদের অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। ওই হামলায় মার্কিনি ও অন্যান্য দেশের নাগরিকসহ ১৬০ জন নিহত হন।