মুসফিরাহ হাবীব: [২] বলিউডে অনেকেই মাদকাশক্ত। নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল তদন্ত করলে বলিউডের বহু অভিনেতাই জেলে যাবেন। এমনই দাবি অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় ড্রাগের যোগ পাওয়ার পর থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
[৩] জানা গেছে, রিয়া চক্রবর্তী ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তিনি নিজেও ড্রাগ নিতেন। তাই নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল ফৌজদারি মামলা করেছে রিয়ার বিরুদ্ধে। আর তারপরই কঙ্গনা এ মন্তব্য করলেন।
[৪] কঙ্গনা একটি টুইটে লিখেছেন, “নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল বলিউডে ঢুকলে প্রথম সারির সব তারকা জেলে যাবেন। সবার রক্ত পরীক্ষা করলেই বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। আশা করছি স্বচ্ছ ভারত মিশনে প্রধানমন্ত্রী বলিউডের এই আবর্জনাও দূর করবেন।”
[৫] কঙ্গনা রানাউতের এ মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে। সুশান্তর ঘটনা তদন্তে মাদকের এই বিষয়টি বড় ভূমিকা নিয়েছে। রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা গিয়েছে যে রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাসহ বেশ কয়েকজন ড্রাগ নিয়ে কথাবার্তা বলেছেন। এ তদন্তের উপরে ভিত্তি করেই রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে এনসিবি।