শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবর্তন হলো রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার দুপুরে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুহৃদ অ্যাডভোকেট আব্দুস সালামের নামে রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে শিক্ষানগরী রাজশাহীতে ‘বোয়ালিয়া টেনিস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘রাজশাহী টেনিস কমপ্লেক্স’। ২০০৪ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘জাফর ইমাম টেনিস কমপ্লেক্স’। মুক্তিযুদ্ধবিরোধী কার্যকালাপে সংশ্লিষ্টতার অভিযোগ এনে টেনিস কমপ্লেক্স থেকে তার নাম অপসারণ করার দাবি জানান রাজশাহীর মুক্তিযোদ্ধারা। এ বছরের ১৯ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

[৪] জেলা প্রশাসক রাজশাহী কর্তৃক জুন মাসের ২৮ তারিখ স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনের রিপোর্ট ও সারসংক্ষেপ গত ৩০ জুন টেনিস কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

[৫] চলমান করোনা পরিস্থিতিতে কিছুটা বিলম্ব হলেও টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনারের পরামর্শে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি জ্ঞাত ও নিশ্চিত হয়ে কমপ্লেক্স হতে জাফর ইমামের নাম অপসারণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়