শিরোনাম
◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু? ◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবর্তন হলো রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার দুপুরে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুহৃদ অ্যাডভোকেট আব্দুস সালামের নামে রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে শিক্ষানগরী রাজশাহীতে ‘বোয়ালিয়া টেনিস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘রাজশাহী টেনিস কমপ্লেক্স’। ২০০৪ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘জাফর ইমাম টেনিস কমপ্লেক্স’। মুক্তিযুদ্ধবিরোধী কার্যকালাপে সংশ্লিষ্টতার অভিযোগ এনে টেনিস কমপ্লেক্স থেকে তার নাম অপসারণ করার দাবি জানান রাজশাহীর মুক্তিযোদ্ধারা। এ বছরের ১৯ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

[৪] জেলা প্রশাসক রাজশাহী কর্তৃক জুন মাসের ২৮ তারিখ স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনের রিপোর্ট ও সারসংক্ষেপ গত ৩০ জুন টেনিস কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

[৫] চলমান করোনা পরিস্থিতিতে কিছুটা বিলম্ব হলেও টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনারের পরামর্শে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি জ্ঞাত ও নিশ্চিত হয়ে কমপ্লেক্স হতে জাফর ইমামের নাম অপসারণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়