আনিস তপন: [২] শুক্রবার টেলিফোনে এই প্রতিবেদককে এ কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আরও বলেন, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে বা অনুষ্ঠিত হবে না, এমন কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয়নি।
[৩] এদিকে, সহসাই বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না ধরে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে এইচএসসি পরীক্ষা নেয়া যায় সে বিষয়ে উপায় খুঁজতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানগণ করোনাকালীন ও করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা বিষয়ে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
[৫] সভায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়েও একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন কার্যক্রম আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ