শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনী বিতর্কের পূর্বে বাইডেনের ড্রাগ পরীক্ষার দাবী জানালেন ট্রাম্প

লিহান লিমা: [২] মার্কিন দৈনিক ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি লক্ষ্য করেছেন, হুট করেই ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন দলের প্রাইমারীর টিভি বিতর্কে খুবই ভালো করেছেন। বিষয়টি সন্দেহজনক। বিবিসি

[৩] বাইডেন ড্রাগ গ্রহণ করেছেন কি না এ বিষয়ে কোনো প্রমাণ দেন নি ট্রাম্প। শুধু বলেছেন, ‘আমি নিজেও এটি করতে রাজি আছি।’

[৪] ওয়াশিংটন এক্সামিনারকে ট্রাম্প বলেন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেট দলের প্রাইমারীর ১১টি লাইভ টিভি বিতর্কে সামঞ্জস্য রাখতে পারেন নি। কিন্তু ১৫ মার্চ বিতর্কের সর্বশেষ দিন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে বিতর্কের সময় বাইডেন খুবই সক্রিয় হয়ে ওঠেন। ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি না কিভাবে বিতর্কে ঝিমিয়ে থাকা বাইডেন হুট করেই স্যান্ডার্সের বিপক্ষে বাজিমাত করলো।’

[৫] স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান দলের সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন ট্রাম্প। ওই ভাষণেও একই দাবী করতে যাচ্ছেন তিনি। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বে তিনটি বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। ২৯ সেপ্টেম্বর ওহাইওর ক্লিভল্যান্ডে, ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে ও ২২ অক্টোবর টেনেসিতে এই বিতর্ক অনুষ্ঠিত হবে।

[৬]এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের ড্রাগ টেস্টের চ্যালেঞ্জকে পাত্তা দেয় নি ডেমোক্রেট শিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়