শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: সব পাপীই একসময় না একসময় ধরা খায়

সাদিয়া নাসরিন:  মহান বিপ্লবী বোন ও ভাইয়েরা, আপনারা যেমন খুশি গাঞ্জা খান, মদ খান, বিড়ি খান, গুটি খান, কাপল পার্টি ডাইকা এর পার্টনার ও ভাগ করেন, ফেইসবুকে প্রেমিকের সাথে মাখোমাখো প্রেম প্রসব কইরা চাকরির জন্য বসের সাথে শুইতে থাকেন, কন্যার বয়সী মেয়েদের সাথে লুচ্চামী করেন বা বাপের বয়সী বুড়ার সাথে প্রেম প্রেম খেলেন, কাপড় খুলেন বা পিন্দেন, টাকার জন্য মিথ্যা বলেন...এইসবই আপনাদের যার যারা পছন্দে বানানো ব্যক্তিগত ইমেজ এবং অতি অবশ্যই যার যার ইথিকাল আইডেন্টিটিও বটে।

এইসব ইমেজ আর আইডেন্টিটি আপনারা নিজেরা তৈরী করসেন, নিজেরাই হজম করেন। দয়া করে আপনাদের এইসব ব্যক্তি ইমেজরে জাস্টিফাই করার জন্য হুদাই ‘নারীবাদী’ ‘রাষ্ট্রচিন্তাবাদী’ এইসব পরিচয়রে ব্যবহার কইরেননা। এই পরিচয়গুলা মিনিমাম সততা ও দায়িত্বশীলতা দাবী করে।

নিজেদের অসততারে, সেচ্ছাচারিতারে স্টাবলিস করতে মাইনষের টাকায় চাঁদা তুইলা এ্যাক্টিভিজম মারাইয়েননা, ফেইসবুকে হুদাই বড় বড় ‘নারীবাদী’ বাতেলি মাইরেননা। নিজেরা কন্ট্রোভার্সির জীবন যাপন করবেন এইটা সিদ্ধান্তই যখন নিয়ে ফেলসেন তখন অযথা কোন সংগঠনের পদ পদবী আদর্শ এইসব ব্যবহার করে সংগঠনটারে বিপদে ফেইলেননা।

মাথায় রাইখেন, নারীবাদ যে স্বাধীনতার জন্য লড়াই করে, সেই স্বাধীনতার জন্য সমাজের অন্য নারীদের প্রতি, ইভেন পুরুষের প্রতিও কিছুটা দায়িত্বশীলতা প্রমাণ করতে হয়। এবং সমাজ বদলের রাজনীতি যে আদর্শের কথা বলে তার সাথে পেশাদারিত্ব এবং সমাজের বেটারমেন্ট এইসবের যুক্ততা আবশ্যক।

আপনাদের ব্যক্তিগত সেচ্ছাচারিতার জন্য এই সামগ্রিক দায়িত্বশীলতা এবং সাংগঠনিক আদর্শরে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের ওইসব ফেইক এ্যাকটিভিজম ও পলিটিক্যাল ফ্যালাসি মাইনষের লাত্থি উষ্ঠা খাইয়াই বিলুপ্ত হয়ে যাবে কিন্তু।

মনে রাইখেন, সব পাপীই একসময় না একসময় ধরা খায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়