শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে পাটের বাম্পার ফলন, আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক

জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেশ কয়েক বছর পর কৃষকেরা পাটের বাম্পার ফলন ও আশানুরূপ দাম পাওয়ায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে। পাট পঁচাতে পানিরও নেই কোনো সমস্যা। ফলে চাষিরা খুব সহজেই জমি থেকে পাট কেটে তা বাজার জাতের সুযোগ পাচ্ছেন। এবছর জীবননগর বাজারে পাটের চাহিদাও বেশ ভালো।

[৩] জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে এক হাজার ৪০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে এক হাজার ৬৩০ হেক্টর জমিতে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় এবং ভালো দামের আশায় চাষিরা অন্যবারের তুলনায় অনেক বেশি জমিতে পাটের আবাদ করেছেন।

[৪] কৃষকরা জানান, এবার পাটের ফলন ও দাম দুই-ই মোটামুটি ভালো। বর্তমানে বাজারে প্রতি মণ পাট মান অনুযায়ী ২১০০ টাকা থেকে ২২০০ টাকা দরে কিক্রি হচ্ছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় চাষিরা খুব বেশি লাভের মুখ দেখছেন না। তবে পাটখড়ির চাহিদা থাকায় তা বিক্রি করে ভালো টাকা পাওয়া যাচ্ছে। চলতি বছর পাট বীজ থেকে শুরু করে সারা মওসুম আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। সারা বছর বৃষ্টিপাত থাকায় বড়তি সেচ খরচ হয়নি। অন্যদিকে এবার নদ- নদী,বিল-খালে প্রচুর পানি থাকায় পাট পঁচাতেও বেগ পেতে হয়নি। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে কৃষকদের সরকার বীজ সারসহ অন্য প্রণোদনা দিয়েছেন। বাজানে অনেক দিন পর পাটের দামও ভালো।

[৫] জীবননগর বাজারের পাট ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন,পাটকল বন্ধ ও শ্রমিক আন্দোলন। অন্যদিকে করোনা পরিস্থিতির কারনে ব্যবসায়ীরা পাট কিনবে না কিনবে না তা নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। কিন্তু বেসরকারি মিলগুলো নগদ টাকায় পাট কেনা শুরু করেছে এবং দামও ভাল দিচ্ছে। তাই আমরাও ভাল দামে চাষিদের নিকট থেকে পাট সংগ্রহ করছি।

[৬] জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারমিন আক্তার বলেন, এ বছর শুরু থেকে শেষ পর্যন্ত পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাটের উৎপাদন ভাল হচ্ছে এবং সরকার প্রণোদনা দেয়ায় উৎপাদন খরচ অনেক কম হয়েছে। ভাল দামের আশায় চাষিরা এবার অনেক বেশি জমিতে পাটের আবাদ করেছেন। তবে দাম সন্তোষজনক হওয়ায় কৃষকদের মুখে হাসি দেখা যাচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়