শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী    ◈ ৭ কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উকিল শাশুড়িকে বিয়ে করলেন জামাই

সাইফুল ইসলাম : [২] টাঙ্গাইলের সখীপুরে কয়েক দিন আগে ৮ লাখ টাকা কাবিনে বিয়েটি সম্পন্ন হয়। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] জানা যায়, গত ২৯ জুন সোমবার বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাই সাইদুল ইসলামের বাড়িতে ওই শাশুড়ি (৪৫) অনশন করেন। সাইদুল উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে।

[৪] স্থানীয়রা ঘটনার বর্ণনায় জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলাপাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল তার উকিল শ্বশুর ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রীর (উকিল শাশুড়ি) সাথে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কও গড়ে তুলে সাইদুল। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা টালবাহানা করে। উপায় না পেয়ে ওই শাশুড়ি বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন শুরু করে। এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইনে সংবাদও প্রকাশিত হয়।

[৫] স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরাও খেয়েছিলো। পরে বিয়ের দাবিতে ওই নারী উকিল জামাইয়ের বাড়িতে অনশন করে। অনশনের কিছুদিন পরে সাইদুল তার উকিল শাশুড়িকে জেলা আদালতে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে করে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়