শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে প্রকৃত কৃষক প্রধানমন্ত্রীর প্ররোদনা কৃষিঋণ থেকে বঞ্চিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি : [২] রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক কৃষি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই সভায় প্রধানমন্ত্রীর প্ররোদনার টাকা থেকে কৃষিকরা কৃষিঋণ থেকে বঞ্চিতের অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

[৪] নির্বাহী কর্মকর্তা জোনায়েদ সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর করোনা প্ররোদনার কৃষিঋণ প্রকল্পের আমি সভাপতি। আমাকে না জানিয়ে বিভন্ন ব্যাংক ঋণ বিতরণ করেছেন। প্রকৃত কৃষককে বাদ দিয়ে ঋণ বিতরণ অবজ্ঞার সামিল। এ ব্যাপারে ঊর্দ্ধতন ব্যাংক কর্মকর্তাদের তলব করা হবে। অনিয়ম হলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

[৫] উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, প্রধানমন্ত্রীর প্ররোদনার টাকায় কৃষিঋণ বিতরণ আমরা ব্যাপক অনিয়ম হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। আমি জানি না প্রধানমন্ত্রীর করোনা প্ররোদনার কৃষিঋণ এসেছে। নির্বাহী অফিসার জানে না, কৃষি অফিসার জানে না। এই অবস্থায় প্ররোদনার টাকায় ঋণ বিতরণ সরহস্য জনক। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। প্রকৃত কৃষকরা বঞ্চিত হলে আনগত ব্যবস্থা নেয়া হবে।

[৬] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

[৭] বিশেষ অতিথি ছিলেন- রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, সি. উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই-জাহান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জিব কুমার সুশীলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়