শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে প্রকৃত কৃষক প্রধানমন্ত্রীর প্ররোদনা কৃষিঋণ থেকে বঞ্চিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি : [২] রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক কৃষি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই সভায় প্রধানমন্ত্রীর প্ররোদনার টাকা থেকে কৃষিকরা কৃষিঋণ থেকে বঞ্চিতের অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

[৪] নির্বাহী কর্মকর্তা জোনায়েদ সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর করোনা প্ররোদনার কৃষিঋণ প্রকল্পের আমি সভাপতি। আমাকে না জানিয়ে বিভন্ন ব্যাংক ঋণ বিতরণ করেছেন। প্রকৃত কৃষককে বাদ দিয়ে ঋণ বিতরণ অবজ্ঞার সামিল। এ ব্যাপারে ঊর্দ্ধতন ব্যাংক কর্মকর্তাদের তলব করা হবে। অনিয়ম হলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

[৫] উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, প্রধানমন্ত্রীর প্ররোদনার টাকায় কৃষিঋণ বিতরণ আমরা ব্যাপক অনিয়ম হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। আমি জানি না প্রধানমন্ত্রীর করোনা প্ররোদনার কৃষিঋণ এসেছে। নির্বাহী অফিসার জানে না, কৃষি অফিসার জানে না। এই অবস্থায় প্ররোদনার টাকায় ঋণ বিতরণ সরহস্য জনক। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। প্রকৃত কৃষকরা বঞ্চিত হলে আনগত ব্যবস্থা নেয়া হবে।

[৬] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

[৭] বিশেষ অতিথি ছিলেন- রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, সি. উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই-জাহান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জিব কুমার সুশীলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়