শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

ডেস্ক রিপোর্ট : ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান ফারুক খান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)।

বৈঠকে বাংলাদেশ ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার সূচি ছিল। এই আলোচনা পরবর্তী বৈঠকে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরটি কেন অনানুষ্ঠানিক সফর- এ বিষয়ে কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, 'এ রকম সফর হয়। আগের শিডিউলড ভিজিট না। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া।' দু'দিনের আকস্মিক সফরে ১৮ আগস্ট ঢাকা আসেন শ্রিংলা।

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কথা হয়েছে বলে জানান ফারুক খান। এ বিষয়ে ভারতের তরফে বলা হয়েছে, বিষয়টি তারা দেখবেন। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সরকারি তরফে বিশেষ কিছু করার নেই বলেও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশকে জানান।সমকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়