শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

ডেস্ক রিপোর্ট : ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান ফারুক খান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)।

বৈঠকে বাংলাদেশ ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার সূচি ছিল। এই আলোচনা পরবর্তী বৈঠকে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরটি কেন অনানুষ্ঠানিক সফর- এ বিষয়ে কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, 'এ রকম সফর হয়। আগের শিডিউলড ভিজিট না। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া।' দু'দিনের আকস্মিক সফরে ১৮ আগস্ট ঢাকা আসেন শ্রিংলা।

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কথা হয়েছে বলে জানান ফারুক খান। এ বিষয়ে ভারতের তরফে বলা হয়েছে, বিষয়টি তারা দেখবেন। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সরকারি তরফে বিশেষ কিছু করার নেই বলেও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশকে জানান।সমকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়