শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

ডেস্ক রিপোর্ট : ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান ফারুক খান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)।

বৈঠকে বাংলাদেশ ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার সূচি ছিল। এই আলোচনা পরবর্তী বৈঠকে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরটি কেন অনানুষ্ঠানিক সফর- এ বিষয়ে কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, 'এ রকম সফর হয়। আগের শিডিউলড ভিজিট না। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া।' দু'দিনের আকস্মিক সফরে ১৮ আগস্ট ঢাকা আসেন শ্রিংলা।

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কথা হয়েছে বলে জানান ফারুক খান। এ বিষয়ে ভারতের তরফে বলা হয়েছে, বিষয়টি তারা দেখবেন। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সরকারি তরফে বিশেষ কিছু করার নেই বলেও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশকে জানান।সমকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়