শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন

সমীরণ রায়: [২] জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। এরমধ্যে ঢাকা-৫ আসনে ২০ জন ও ঢাকা-১৮ আসনে ৫৬ জন রয়েছেন।

[৩] আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান রোববার এতথ্য জানান।

[৪] এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ এবং নওগাঁ-৬ আসন ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয়।

[৫] এসব আসনে দলীয় মনোনয়নপত্র গত ১৭-২৩ আগস্ট পর্যন্ত বিতরণ ও জমা নেয় দলটি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য একটি প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, পাঁচটি উপনির্বাচনে ১৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ১৪১ জন জমা দিয়েছেন।

 

সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়