শিরোনাম
◈ আইন মন্ত্রণালয়ে ২১টি সংস্কার: মামলার সংখ্যা ৫ বছরে অর্ধেকে নামবে, জানিয়েছেন আসিফ নজরুল ◈ অল্প সময়ের মধ্যে বাংলা‌দে‌শে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে ◈ হার্ট ও ফুসফুসে ইনফেকশন: এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া ◈ সন্ত্রাসবিরোধী মামলায় অধ্যাপক কার্জন জামিন পেলেন ◈ কানাডার নাগরিকত্বে বড় বিপ্লব: বিদেশে জন্ম নিলেও মিলবে অধিকার, বিল সি–৩ পাসের পথে ◈ মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার ◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন

সমীরণ রায়: [২] জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। এরমধ্যে ঢাকা-৫ আসনে ২০ জন ও ঢাকা-১৮ আসনে ৫৬ জন রয়েছেন।

[৩] আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান রোববার এতথ্য জানান।

[৪] এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ এবং নওগাঁ-৬ আসন ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয়।

[৫] এসব আসনে দলীয় মনোনয়নপত্র গত ১৭-২৩ আগস্ট পর্যন্ত বিতরণ ও জমা নেয় দলটি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য একটি প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, পাঁচটি উপনির্বাচনে ১৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ১৪১ জন জমা দিয়েছেন।

 

সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়