শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন

সমীরণ রায়: [২] জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। এরমধ্যে ঢাকা-৫ আসনে ২০ জন ও ঢাকা-১৮ আসনে ৫৬ জন রয়েছেন।

[৩] আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান রোববার এতথ্য জানান।

[৪] এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ এবং নওগাঁ-৬ আসন ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয়।

[৫] এসব আসনে দলীয় মনোনয়নপত্র গত ১৭-২৩ আগস্ট পর্যন্ত বিতরণ ও জমা নেয় দলটি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য একটি প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, পাঁচটি উপনির্বাচনে ১৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ১৪১ জন জমা দিয়েছেন।

 

সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়