নূর মোহাম্মদ: [২] বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের জন্য দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর কাজ থেকে নিজেকে বিরত রাখবেন বলেও জানান।
[৩] রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। আদালত তাকে ক্ষমা করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন। এর আগে গত ১২ আগস্ট অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামুন মাহবুবের ফেসবুকে দেয়া অবমাননাকর মন্তব্যের বিষয়টি আদালতের নজরে আনেন।
[৪] শুনানি শেষে আদালত ওই আইনজীবীকে ২০ আগস্ট আপিল বিভাগে উপস্থিত হয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চান আপিল বিভাগ।
[৫] পরে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান মামুন মাহবুব। তার পক্ষে সেদিন সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদক ছাড়াও সিনিয়র আইনজীবীরা উপস্থিত হন ভার্চুয়াল মাধ্যমে। সম্পাদনা: বাশার নূরু, খালিদ আহমেদ