শিরোনাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহমিদা নবী: জীবনে ছোট করে কোনো পাওয়া নেই, দীর্ঘ সময়ের রেসে হাঁটতে শিখতে হয়

ফাহমিদা নবী: জীবন পাল্টায় না, পাল্টায় সময়, পাল্টায় অভ্যস্ততার অপরিহার্য শর্ত। সব মানুষই ভাবে, উদ্বিগ্ন হয়, যে বিপদে ফেলে সেও ভাবে, কী করে আমি আরও বিপদে ফেলবো। যার বিপদ ঘটায় সে তো বিপদগ্রস্তই, সে তো ভাববেই, উপায় খোঁজে, কী করে কোনো কিনারার খোঁজ পাবো? খুঁজলেই কি আর খোঁজ পাওয়া যায়? ওই যে বললাম সময়। সময়ের আগে কিছুই হয় না। তবে অভিজ্ঞতা আর পরিস্থিতি মানুষকে ধৈর্যশীল আর অপেক্ষা করতে শেখায়। যেকোনো কিছুর জন্য সময় হলো সব কিছুর উত্তর।

আজ যা অস্থির করছে ধীরে ধীরে তা স্থির করবে সাথে উত্তরও মিলবে। ধৈর্য ধরো। কোনো বাধা যখন আসে তখন ভয় পেও না। বাধাটা অতিক্রম করবার জন্য সময় প্রয়োজন। তবে যেকোনো ভালো, সত্য কাজের জন্য লেগে থাকো। জীবনে ছোট করে কোনো পাওয়া নেই, লম্বা সময়ের রেসে হাঁটতে শিখতে হয়, তবেই তো আলো আসবে সময়ের বিরতিতে। যে বিপদে ফেলে তার অন্ধকারের সময় শুরু হয়। টিকটিক ঘড়ির কাটায়। মনে রাখতে হবে। মাটি খুঁড়লে খালি হয় একদিক, আরেকদিকে স্তূপ হয়। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়