ইসমাঈল ইমু : [২] চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, শনিবার দুপুরে পোলাডাংগা বিওপির একটি টহলদল আলাতলী ইউনিয়নের কোদালকাঠি নামক এলাকায় মাদক বিরোধী টহল পরিচালনা করে। পরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ৫শ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
[৩] উদ্ধারকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানিয়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদকদ্রব্য ষ্টোরে জমা করা হয়েছে।