শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমরান খান নিয়ে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন জাভেদ মিয়াঁদাদ

স্পোটস ডেস্ক: [২] দিনকয়েক আগেই পাকিস্তান ক্রিকেটের ধ্বংসের নেপথ্যে দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করে বেফাঁস মন্তব্য করেন সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ।

[৩] ৬৩ বছর বয়সী প্রাক্তন অধিনায়ক এবার আচমকা ক্ষমা চেয়ে নিলেন ইমরান খানের কাছে। এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দেওয়ার সময় তিনি ইমরান খানের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স দেখে আমি খুব রেগে গিয়েছিলাম। তাই যা নয় তাই বলে ফেলেছি।

[৪] মিয়াঁদাদের অভিযোগ ছিল, ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যাদের নিয়োগ দিয়েছেন তাদের নূন্যতম ক্রিকেটজ্ঞান নেই। এমনকি ইমরান পাকিস্তানিদের প্রাধান্য দেন না বলেও অভিযোগ করেছিলেন মিয়াঁদাদ।

[৫] তবে স¤প্রতি পিসিবি ঘরোয়া দলের কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়াঁদাদের বোনের ছেলে ফয়সাল ইকবালকে। এতেই সুর নরম হয়ে গেছে মিয়াঁদাদের। সরাসরি ক্ষমাই চেয়ে বসেছেন সাবেক এই ক্রিকেটার।

[৬] মিয়াঁদাদ বলেন, আমি যদি কারও বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে এজন্য ক্ষমাপ্রার্থী। বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। আমি আসলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের পারফরম্যান্সের পর ক্ষিপ্ত ছিলাম।

[৭] পাকিস্তান জাতীয় দলের পারফরম্যান্সের কারণে ইমরানকে তুলোধুনো করেছিলেন মিয়াঁদাদ। এমনও বলেছিলেন- ইমরান নাকি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন। - জি নিউজ

[৮] তবে দুঃখ প্রকাশ করে মিয়াঁদাদ এখন বলছেন, পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। মিয়াঁদাদ এক ভিডিও বার্তায় বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদের অধিকাংশ ব্যক্তিই খেলাধুলার মূল বিষয় জানেন না। তাদের সরিয়ে উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জন্য মিয়াঁদাদ ব্যক্তিগতভাবে ইমরানের সাথে আলোচনা করবেন বলেও ভিডিওতে দাবি করেছিলেন। বিশেষ করে পিসিবির সিইও ব্রিটিশ পাকিস্তানি নাগরিক ওয়াসিম খানের বিরুদ্ধে মিয়াঁদাদের আক্রোশ বেশি ছিল। - ইন্ডিয়ান এক্সপ্রেস/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়