শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আক্রান্ত ৪২ জন, সুস্থ ৯২জন

বগুড়া প্রতিনিধি: [২] জেলায়য় এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৯৩৯জন করোনাভাইরাসে শনাক্ত হলেন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় বগুড়ায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে পরিক্ষা করা ২০২নমুনার ফলাফলে এসেছে। এর মধ্যে পজিটিভ এসেছে ৪২টি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৯৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৪০টি। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২টি।

[৪] নতুন আক্রান্ত ৪২জনের মধ্যে পুরুষ ২৪জন, নারী ১৫জন এবং ৩জন শিশু রয়েছে। একই সময়ে ৯২জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৭জন । এছাড়া জেলায় নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হয়েছে ১৩৪জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৯জন। শাজাহানপুরে নয়জন, কাহালুতে তিনজন এবং নন্দীগ্রামে একজন ।

[৫] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা.ফারজানুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে । তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়