শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আক্রান্ত ৪২ জন, সুস্থ ৯২জন

বগুড়া প্রতিনিধি: [২] জেলায়য় এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৯৩৯জন করোনাভাইরাসে শনাক্ত হলেন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় বগুড়ায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে পরিক্ষা করা ২০২নমুনার ফলাফলে এসেছে। এর মধ্যে পজিটিভ এসেছে ৪২টি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৯৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৪০টি। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২টি।

[৪] নতুন আক্রান্ত ৪২জনের মধ্যে পুরুষ ২৪জন, নারী ১৫জন এবং ৩জন শিশু রয়েছে। একই সময়ে ৯২জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৭জন । এছাড়া জেলায় নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হয়েছে ১৩৪জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৯জন। শাজাহানপুরে নয়জন, কাহালুতে তিনজন এবং নন্দীগ্রামে একজন ।

[৫] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা.ফারজানুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে । তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়