শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুলে ৯০ কোটি ডলার ট্রান্সফার করে বিপাকে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং জায়ান্ট সিটিগ্রুপ ভুল করে গ্রাহকদের বেশ কয়েকটি অ্যাকাউন্টে ৯০ কোটি ডলার ট্রান্সফার করে। তবে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন গ্রাহক তাদের কাছে যাওয়া অর্থ ফেরত দিলেও ঋণদাতা প্রতিষ্ঠান হেজ ফান্ড ব্রিজ এখনও তাদের অ্যাকাউন্টে যাওয়া ১৭ কোটি ৬০ লাখ ডলার ফেরত দেয়নি।

বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, ভুলে স্থানান্তরিত হওয়া বিপুল পরিমাণ ওই অর্থ উদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে সিটিগ্রুপ। করোনায় ধুকতে থাকা প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি র‌্যাভলন ইনকরপোরেশনের কাছে অর্থ উদ্ধার নিয়ে বিপাকে পড়েছে ব্যাংকটি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণের সুদের অংশ হিসেবে হেজ ফান্ড ব্রিজকে ১৪ লাখ ডলার পাঠাতে চেয়েছিল তারা। তবে ‘অপারেশনাল মিসটেকের’ কারণে ১৫ লাখের বদলে তাদের অ্যাকাউন্টে চলে যায় ১৭ কোটি ৬০ লাখ ডলার। ব্রিজ ক্যাপিটালের কাছ থেকে অর্থ ফেরত পেতে বাধ্য করার জন্য আদালতে মামলা করেছে তারা।

মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে করা এ সংক্রান্ত মামলায় সিটিগ্রুপ জানিয়েছে, সুদ হিসেবে রেভলন গ্রুপের অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ তারা পাঠিয়েছে প্রকৃতপক্ষে এত অর্থ তারা পাঠাতে চায়নি। যে পরিমাণ অর্থ তারা ওই অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছে তা তাদের প্রাপ্য অর্থের চেয়ে একশো গুণ বেশি।

আদালতে দাখিল মামলার এজহারে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই ব্যাংকিং জায়ান্ট লিখেছে, ‘যখন সিটিব্যাংক কর্তৃপক্ষ তাদের ভুলের বিষয়টি বুঝতে পারে, তখন প্রাপককে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এরপরও র‌্যাভলন গ্রুপের পক্ষ থেকে তাদের কাছে যাওয়া সেই অর্থ ব্যাংককে ফেরত পাঠানো হয়নি।’জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়