শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভাগীয় পুলিশ হাসপাতালের ‘হেরিটেজ ভবন’ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

রাজু চৌধুরী  : [২] মঙ্গলবার  দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বিতল ‘হেরিটেজ ভবনে’র সার্বিক সংস্কার, শোভাবর্ধন, আধুনিকীকরণ ও নামকরণ শেষে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। উদ্বোধন শেষে তিনি হেরিটেজ ভবনের সার্বিক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।

[৩] ১৯১৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই ভবনটি সংস্কার কার্যক্রম শেষে আধুনিক সুবিধা সম্বলিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড ১৯ হাসপাতালে রূপান্তরিত হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় গ্রহণ করা হয় এই বিশেষ উদ্যোগ। পুলিশ সদস্যদের চিকিৎসায় ইসিজি, এক্সরে, এস সি ইউ ছাড়াও নারী ও শিশুদের চিকিৎসায়ও রয়েছে আলাদা ওয়ার্ড। এক জন সিনিয়র ডাক্তারের অধীনে ০৬ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে।

[৪] উল্লেখ্য যে চট্টগ্রাম নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। করোনা ভাইরাসের চিকিৎসায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল, আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল। উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়