নূর মোহাম্মদ : [২] আদালতের আদেশ বাস্তবায়ন না করায় মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।
[৩] সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদানে নীতিমালা প্রণয়ন করে আদালতের পর্যবেক্ষণসহ দুই মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদেশ পালন না করায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আদালত অবমাননার অভিযোগ তোলে।
[৪] রিটকারী পক্ষের আইনজীবী রাশনা ইমাম জানান, কোভিড মহামারির মধ্যেও সড়ক দুর্ঘটনা থেমে নেই। শত শত মানুষ দুর্ঘটনায় নিহত হচ্ছে, আহত হচ্ছে। আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও সহায়তাকারীকে সুরক্ষা দেওয়ার নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। ফলে আহত ব্যক্তিরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। সম্পাদনা : রায়হান রাজীব