শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধ হওয়ার ২১দিন পর মঙ্গলবার থেকে খুলছে কমলগঞ্জের ধলই চা বাগান

সোহেল রানা: [২] দীর্ঘ ২১ দিন ধরে বন্ধ থাকা ধলই চা বাগানে সোমবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] এ বৈঠকের সিদ্ধান্তে বিতর্কিত ব্যবস্থ্যাপককে বাহিরে রেখে ঘোষিত বে-আইনী নোটিশ প্রত্যাহার করে মঙ্গলবার খুলছে ধলই চা বাগান। পরবর্তী বৈঠকে দীর্ঘ ২১ দিনের চা শ্রমিকদের মজুরি ও রেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

[৪] গত ২৭ জুলাই সন্ধ্যায় ধলই চা বাগান কোম্পানীল পক্ষে আকস্মিকভাবে একটি নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধলই চা বাগান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় ২৮ জুলাই চা শ্রমিক মনু-ধলাই ভ্যালীর সভাপতি ও সাদারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরদিন ২৯ জুলাই সমঝোতা বৈঠক করেন।

[৫] এ বৈঠকে ধলই চা বাগানের শ্রমিকদের এক সপ্তাহের মজুরি প্রদানের সিদ্ধান্ত হলেও চা বাগান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এর পর ৪ আগষ্ট আবারও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৈঠক বসে।

[৬] এ বৈঠকের কোন সিদ্ধান্ত গ্রহন করা যায়নি বলে সে দিন সন্ধ্যায় ধলই চা বাগান থেকে আগত সহ্রসাধিক নারী-পুরুষ চা শ্রমিকরা উপজেলা প্রশাসন এলাকায় বিক্ষোভ প্রদর্শণ করে। দীর্ঘ ২১ দিন ধরে ধলই চা বাগান বন্ধ থাকায় কোন প্রকার মজুরি ও রেশন না পেয়ে ধলই চা বাগানের এক হাজার শ্রমিক পরিবার মানবেতন জীবন যান করছিলেন।

[৮] এ প্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় মৌলভীবাজার- ৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএমকে সাথে নিয়ে সরেজমিন ধলই চা বাগানে গিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বৈঠক করেন।

[৯] এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক,কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান,ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,শ্রম অধিদ্পতর শ্রীমঙ্গল কার্যালয়ের শ্রম কর্মকর্তা মোশাহিদ বক্স চৌধুরী,ধলই চা বাগান কোম্পানীর এজিএম খালেদ খান, চা শ্রমিক নেতৃবৃন্দ।

[১০] বৈঠকে চা শ্রমিকদের কিছু অভিযোগ ও ২১ দিনের মানবেতর জীবন যাপনের কথা শুনে সাংসদ নির্দেশনা দিয়েছেন আজ সোমবার ২৭ জুলাই ঘোষিত নোটিশ প্রত্যাহার করে মঙ্গলবার থেকে ধলই চা বাগান খুলে দিতে হবে। আর বিতর্কিত ব্যবস্থ্যাপককে ধলই চা বাগান কোম্পানীর সদর দপ্তরে সংযুক্ত করা হবে। চা শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সমস্যা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। বৈঠকে ২১ দিন ধলই চা বাগান বন্ধ থাকায় শুধু চা শ্রমিকদের ক্ষতি নয় চা বাগানের উৎপাদনেরও বড় ধরণের ক্ষতি হয়েছে বলে সাংসদ তুলে ধরেন। এ নির্দেশনা তাৎক্ষনিকভাবে ধলই চা বাগান কোম্পানীর প্রতিনিধি মেনে নেন।

[১১] বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, অবশেষে সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্তে ২১ দিন পর মঙ্গলবার থেকে ধলই চা বাগান খুলবে।

[১২] নাম প্রকাশ না করার শর্তে ধলই চা বাগানের একজন ব্যবস্থাপক বলেন মঙ্গলবার থেকে ধলই চা বাগান আবার খুলছে। এর চেয়ে বেশী কিছু তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

[১৩] কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, গত ২১ দিন ধরে ধলই চা বাগান নিয়ে বেশ সমস্যায় ছিলেন। আজ সোমবারের বৈঠকে সাংসদ মহোদয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে ধলই চা বাগান খুলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়