শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতাদের ওজন মেপে খাবার দেয়ার জন্য ক্ষমা চাইলো চীনের রেঁস্তোরা

লিহান লিমা: [২] খাদ্য অপচয় রোধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ এ সাড়া দিতে গিয়ে এমন অতি উৎসাহমূলক নীতির জন্য দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে মধ্য চীনের এক রেঁস্তোরা। বিবিসি

[৩] চাংশা শহরের ‘দ্য বিফ রেস্টুরেন্ট’ প্রবেশমুখে দুটি বড় আকারের ওজন মাপার যন্ত্র বসিয়ে গ্রাহকদের শরীরের ওজনের পরিমাণ উল্লেখ করতে বলে। ওজন দিলেই ওই অ্যাপ তাদের উপযুক্ত খাবারের পরামর্শ দেয়। এছাড়া কর্তৃপক্ষ,‘মিতব্যয়ী ও পরিশ্রমী হোন’ এবং ‘খালি প্লেট অভিযান’ লেখা পোস্টার ভেতরে টাঙিয়ে রাখে।

[৪] রেঁস্তোরার এমন নীতি তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে। ওয়েইবো হ্যাশট্যাগগুলি ত্রিশ কোটি বারের দেখা হয়।

[৫] ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ এ সাড়া দিতে গিয়ে এমন নিজস্ব নীতির জন্য দুঃখপ্রকাশ করে রেঁস্তোরাটি বলছে, গ্রাহকদের নিজেদের ওজন করিয়ে অপ্রস্তুত অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিলো না। আমাদের মূল উদ্দেশ্য ছিল খাবার অপচয় রোধ করা এবং স্বাস্থ্যকর উপায়ে খাবারের অর্ডার দিতে উৎসাহিত করা।

[৬] এর আগে চীনের সংবাদমাধ্যমগুলো অহেতুক বেশি পরিমাণে খাবার খাওয়া ও কেনা ব্যক্তিদের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে।

[৭] এরপর শি জিনপিং চীনের খাবার অপচয়ের পরিমাণকে ‘কষ্টদায়ক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন এবং প্রশাসনকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। উহান ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনে দেয়া বক্তৃতায় শি রেঁস্তোরাগুলোকে ক্রেতাদের সীমিত পরিমাণ খাবার পরিবেশনের নির্দেশ দেন। এই নিয়মে ভোজনকারীদের চাইতে কম খাবার অর্ডার করতে হবে। অর্থাৎ ১০ জন ভোজনকারী রেঁস্তোয়ায় গেলে খাবার অর্ডার দিতে পারবেন ৯টি। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়