শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতাদের ওজন মেপে খাবার দেয়ার জন্য ক্ষমা চাইলো চীনের রেঁস্তোরা

লিহান লিমা: [২] খাদ্য অপচয় রোধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ এ সাড়া দিতে গিয়ে এমন অতি উৎসাহমূলক নীতির জন্য দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে মধ্য চীনের এক রেঁস্তোরা। বিবিসি

[৩] চাংশা শহরের ‘দ্য বিফ রেস্টুরেন্ট’ প্রবেশমুখে দুটি বড় আকারের ওজন মাপার যন্ত্র বসিয়ে গ্রাহকদের শরীরের ওজনের পরিমাণ উল্লেখ করতে বলে। ওজন দিলেই ওই অ্যাপ তাদের উপযুক্ত খাবারের পরামর্শ দেয়। এছাড়া কর্তৃপক্ষ,‘মিতব্যয়ী ও পরিশ্রমী হোন’ এবং ‘খালি প্লেট অভিযান’ লেখা পোস্টার ভেতরে টাঙিয়ে রাখে।

[৪] রেঁস্তোরার এমন নীতি তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে। ওয়েইবো হ্যাশট্যাগগুলি ত্রিশ কোটি বারের দেখা হয়।

[৫] ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ এ সাড়া দিতে গিয়ে এমন নিজস্ব নীতির জন্য দুঃখপ্রকাশ করে রেঁস্তোরাটি বলছে, গ্রাহকদের নিজেদের ওজন করিয়ে অপ্রস্তুত অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিলো না। আমাদের মূল উদ্দেশ্য ছিল খাবার অপচয় রোধ করা এবং স্বাস্থ্যকর উপায়ে খাবারের অর্ডার দিতে উৎসাহিত করা।

[৬] এর আগে চীনের সংবাদমাধ্যমগুলো অহেতুক বেশি পরিমাণে খাবার খাওয়া ও কেনা ব্যক্তিদের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে।

[৭] এরপর শি জিনপিং চীনের খাবার অপচয়ের পরিমাণকে ‘কষ্টদায়ক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন এবং প্রশাসনকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। উহান ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনে দেয়া বক্তৃতায় শি রেঁস্তোরাগুলোকে ক্রেতাদের সীমিত পরিমাণ খাবার পরিবেশনের নির্দেশ দেন। এই নিয়মে ভোজনকারীদের চাইতে কম খাবার অর্ডার করতে হবে। অর্থাৎ ১০ জন ভোজনকারী রেঁস্তোয়ায় গেলে খাবার অর্ডার দিতে পারবেন ৯টি। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়