সুজন কৈরী : [২] আটকরা হলেন- মহিউদ্দিন হাসান রনি (৪০) ও এনামুল হক (৩০)। রোববার সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১০।
[৩] ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, আটকদের কাছ থেকে মদেও বোতল ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি কাভার্ড ভ্যান, ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।
[৪] আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা কলছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।