আসিফুজ্জামান পৃথিল: [৩] যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ওফকুয়াল শনিবার এ লেভেল আর জিসিইসি পরীক্ষার ফল আপিলের নীতিমালা প্রকাশ করে। মক পরীক্ষার ফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা আর ফল সংশোধনের আবেদন করতে পারবেন না। এর কয়েক ঘণ্টা আগেই সংস্থটি বলেছিলো, মক ফলের উপর ভিত্তি করে আপিল করা যাবে। বিবিসি
[৩] ওফকুয়াল বলছে, অনির্বার্য কারণেই এই আপিল বিধি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীর ফল শিক্ষক ‘ধারণার’ চেয়ে খারাপ। অতিমহামারীর কারণে এ লেভেল ও জিসিইসির কোনও শিক্ষার্থীই পাবলিক পরীক্ষায় বসতে পারেননি। ডেইলি মেইল
[৪] এর আগে ওফকুয়াল বলেছিলো, যেসব স্কুলে মক পরীক্ষা হয়নি, সেখানে শিক্ষার্থীদের ফল শিক্ষকদের ধারণা নম্বরের ভিত্তিতে প্রদান করা হবে। কিন্তু সে সিদ্ধান্তও কার্যকর হয়নি। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বারবার সিদ্ধান্ত বদলে শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে ওফকুয়াল।
[৫] এসব কারণে শিক্ষামন্ত্রী ও ওফকুয়ালের কর্মকর্তাদের পদত্যাগ ও আপিলের সুযোগ দাবি করে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশের ঘটনাও ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশে এ লেভেল পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশে ৪০ হাজারের বেশি পরীক্ষার্থী ছিলো এ বছর। যা বিশ্বে ৪র্থ সর্বোচ্চ। সম্পাদনা: ইকবাল খান