লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের উত্থাপিত এই প্রস্তাবে ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। এর পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করে। করোনাভাইরাসের কারণে শুক্রবার রাতে অনলাইনে নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিউজউইক।
[৩] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ও ৬ বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল, তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা ২০২০ সালের অক্টোবর মাসে উঠে যাবে।
[৪] ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে ইরানও পরমাণু চুক্তি থেকে সরে আসে। একারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা বহাল রাখতে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু এটি ব্যর্থ হওয়ায় আগামী অক্টোবর থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় করতে পারবে ইরান।
[৫] এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেন, পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্য উন্নয়নে ব্যর্থ হয়েছে। সন্ত্রাসবাদে উস্কানীদাতা দেশ ইরানকে অবশ্যই অন্যান্য দেশ থেকে অস্ত্র ক্রয় বা বিক্রয় করতে দেয়া উচিত নয়। আমরা আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস দিয়ে ইরানের অশুভ তৎপরতা বন্ধ করবো। রাশিয়া বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। সম্পাদনা: ইকবাল খান