ইসমাঈল ইমু : [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর লাইব্রেরির ল্যাব থেকে কম্পিউটার চুরি মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এরা হলেন, দুলাল (৪৪) ও হুমায়ুন কবির (২৮)।
[৩] বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে বনানী থানার ক্রিস্টাল ইন হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪টি এইচ পি কম্পিউটার উদ্ধার করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা কম্পিউটারগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর লাইব্রেরির ল্যাব হতে চুরি যাওয়া কম্পিউটার। গত ২০ জুলাই থেকে ২৭ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ল্যাব থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই চুরির ঘটনায় গোপালগঞ্জ থানায় মামলা হওয়ায় উদ্ধার হওয়া কম্পিউটার ও গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।